কলকাতা, 30 অগস্ট:মিথ্যে মাদক মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ । জেলও খাটছেন । আদালতে সে কথা জানিয়েছেন । কিন্তু জামিনের আবেদন না জানিয়ে তাঁর বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে, সেই তদন্তকারী সংস্থাকে পালটানোর জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন মামলাকারী । পাশাপাশি পুলিশ কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে একই রকম মিথ্যা অভিযোগ করেছিল । হাইকোর্ট সেই জন্য পুলিশকে 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেয় । সেই বিষয়টিও আদালতের গোচরে এনেছেন মামলাকারী । যা সচরাচর দেখাই যায় না । পুলিশের তদন্ত প্রক্রিয়াতে সন্দিহান বিচারপতি জয় সেনগুপ্ত । এ বিষয়ে রাজ্যের হলফনামা তলব করেছেন তিনি ।
মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, "তদন্তকারী সংস্থা সিসিটিভি ফুটেজ খতিয়ে না দেখেই তদন্ত শেষ করছে !"
যদিও সরকারি আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়, সিসিটিভি-র ফুটেজ ফরেনসিকে পাঠানোর কোনও নির্দেশিকা জারি করেনি কলকাতা হাইকোর্ট । এরপরেই বিচারপতি ক্ষুব্ধ হয়ে সরকারি আইনজীবীর উদ্দেশে বলেন, "তদন্ত সিআইডি করছে, আর সবই কি আদালত বলে দেবে ?"
বিচারপতি সেনগুপ্ত তাঁর নির্দেশে জানান, পুলিশের আচরণ সন্দেহজনক । বিশেষত হাইকোর্টের আগের নির্দেশে তা স্পষ্ট । রাজ্যকে আগামী দু সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে । থানার সিসিটিভি ফুটেজের ফরেনসিক করা হয়েছিল কি না তা জানতে চাইলেও বিচারপতি আপাতত সেই নির্দেশ দেননি ।