কলকাতা, 2 সেপ্টেম্বর: পঞ্চায়েত ভোটে পুনর্নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টে কয়েকশো মামলা দায়ের করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি । মামলার চাপের কারণে বাধ্য হয়ে বিচারপতি অমৃতা সিনহা শনিবার মামলা শোনার সিদ্ধান্ত নেন । কিন্তু বলা যায়, শেষ পর্যন্ত হতাশ হতে হল বিরোধীদের । এ দিন এজলাসে বসে একের পর এক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন বিচারপতি । সিসিটিভি ফুটেজ দেখার পর তেমন কিছু না পাওয়ায় সেসব মামলা খারিজ করে দিয়েছেন তিনি ।
তবে বেশ কয়েকটি মামলাতে নির্বাচন কমিশনের রিপোর্টও তলব করেছেন বিচারপতি সিনহা । বালি জগাছা ব্যালট পেপার ছিনতাই মামলায়ও কাউন্টিং-এর দিনের ভিডিয়ো ফুটেজ দেখেন বিচারপতি । তারপর নির্দেশে জানান, পুনর্নির্বাচনের দাবির বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত । মামলাকারীর আর্জি খারিজ করে দেন তিনি । পাশাপাশি পুলিশকে ঘটনার তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা ।
বিচারপতি ফুটেজ দেখে বলেন, "ভিডিয়ো দেখে মনে হচ্ছে, কিছু একটা তো ঘটেছেই । কিন্তু তা পরিষ্কার নয় ।" অন্য আর একটা মামলায়, গত 11 জুলাই হুগলি জেলায় সিঙ্গুর নেতাজি জয়ন্তী পাঠাগারে পঞ্চায়েত নির্বাচনে গণনার দিনের সিসিটিভি ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখেন বিচারপতি সিনহা । সেখানে দেখা যায়, পায়রার খোপ দিয়ে হাত ঢুকিয়ে ব্যালট পেপার চুরি করা হয়েছে । সেই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল ৷