কলকাতা, 19 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার ফেলে দেওয়া, প্রার্থীদের মারধর, গণনাকেন্দ্রে প্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়া । এই ধরনের অভিযোগ নিয়ে কয়েকশো মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে । মামলা শুনতে শুনতে বুধবার বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা । এই সমস্ত মামলা নিয়ে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করার পরামর্শ দিলেন বিচারপতি ।
এ দিন শুনানিতে বিচারপতি সিনহা নিজের বিরক্তি প্রকাশের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনকেও ভর্ৎসনা করেন ৷ তিনি জানান, রাজ্য নির্বাচন কমিশনে হাজার হাজার অভিযোগ এসেছিল ৷ কিন্তু কমিশন কোনও পদক্ষেপ করেনি ৷ কমিশন যদি পদক্ষেপ করত, তাহলে আদালতে এভাবে শ’য়ে শ’য়ে মামলা হতো না ৷ আদালতেরও সময় নষ্ট হতো না ৷
এ দিন হাওড়ার পাঁচলা ব্লকে গণনাকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, রিগিং করে জয়লাভ, পাশাপাশি বিডিও জোর করে বিরোধী দলের এজেন্টদের দিয়ে লগবুকে সই করিয়েছেন বলে অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার শুনানি হয় ৷ এই ব্যাপারে কমিশন ও বিডিওকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা । একই সঙ্গে তাঁর নির্দেশ, আদালতে জমা দিতে হবে প্রিসাইডিং অফিসারের ডায়েরি । সিসিটিভি ফুটেজ ও ব্যালট সংরক্ষণ করতে হবে ।
অন্য একটি মামলায় উত্তর 24 পরগনার বারাসত মহকুমায় পঞ্চায়েত রিটার্নিং অফিসার (এসডিও)-কে আদালতে তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা । আগামিকাল, বৃহস্পতিবার দুপুর 2টোর সময় তাঁকে আদালতে হাজির হতে বলেছেন বিচারপতি ৷ একই সঙ্গে তাঁর নির্দেশ, গণনাকেন্দ্রের ভেতরের ও বাইরের ফুটেজ নিয়ে আসতে হবে । উল্লেখ্য, এই মামলায় গণনাকেন্দ্রের বাইরে প্রিসাইডিং অফিসারের সই করা ব্যালট পেপার উদ্ধার হয় । পাশাপাশি প্রার্থীকে মারধর করার অভিযোগ ওঠে ।
আরও পড়ুন:পঞ্চায়েত নিয়ে ভূরিভূরি মামলায় হচ্ছে না অন্য শুনানি, ক্ষোভপ্রকাশ প্রধান বিচারপতির