পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Gangopadhyay warns Mukul Rohatgi: আইনজীবী মুকুল রোহাতগির বিরুদ্ধে পালটা কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Calcutta High Court Justice Abhijit Gangopadhyay) বিরুদ্ধে রুল জারি করার আর্জি সুপ্রিম কোর্টে জানিয়েছেন আইনজীবী মুকুল রোহাতগি ৷ এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

Justice Gangopadhyay warns Mukul Rohatgi
Justice Gangopadhyay warns Mukul Rohatgi

By

Published : Mar 30, 2023, 1:32 PM IST

কলকাতা, 30 মার্চ: আইনজীবী মুকুল রোহাতগির (Lawyer Mukul Rohatgi) মন্তব্যে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মুকুল রোহাতগি কতবড় আইনজীবী, তা তিনি দেখতে চান বলে বৃহস্পতিবার এজলাসে বসেই মন্তব্য করলেন বিচারপতি (Justice Gangopadhyay warns Mukul Rohatgi) ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মুকুল রোহাতগি চাকরিপ্রার্থীদের তরফে সওয়াল করতে গিয়ে বলেছেন, ‘‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রুল জারি করা উচিত সুপ্রিম কোর্টের । তিনি গ্রুপ-ডি, গ্রুপ-সি সহ কর্মরত 5 হাজার জনের চাকরি কেড়েছেন । কারও বক্তব্য না শুনেই তিনি নির্দেশ দিচ্ছেন ।’’

সেই মন্তব্যকে কেন্দ্র করে এদিন সকালে আদালতে এসেই বিচারপতি আইনজীবীদের কাছে জানতে চাইলেন গতকালের শুনানির কোনও ক্লিপিং দিতে পারবেন কি না । তিনি সংবাদমাধ্যমে খবরটি জানতে পেরেছেন । এই ব্যাপারে তিনি মুকুল রোহাতগির বক্তব্য শুনে তিনি কতবড় আইনজীবী তা দেখতে চান বলেও উল্লেখ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "আমি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দিয়ে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়ে এই বক্তব্যের সত্যতা জানতে চাইব । দুর্নীতি আটকাতে না পেরে দুর্নীতির সমর্থনে কথা বলা হচ্ছে । কঠোর পদক্ষেপ নেব আমি সবার বিরুদ্ধে ।"

উল্লেখ্য, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ দানের তীব্র বিরোধিতা করেছিলেন কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী অরুণাভ ঘোষ । অরুণাভ ঘোষ বলেছিলেন, ‘‘বিচারপতি গ্যালারি শো করার জন্য রোজ রোজ সিবিআই তদন্তের নির্দেশ দেন । কারও বক্তব্য না শুনে এই ভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যায় না ।’’ সেই বক্তব্যের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অরুণাভ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে আদালতে তীব্র বাকবিতন্ডায় জড়িয়েছিলেন ।

প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশেই নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই ৷ বেআইনি আর্থিক লেনদেনের বিষয়টি জড়িয়ে থাকায় তদন্ত করছে ইডিও ৷ তদন্ত যত এগোচ্ছে, ততই দুর্নীতি সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ৷ ইতিমধ্যে ইডি ও সিবিআই রাজ্যের একাধিক রাজনৈতিক হেভিওয়েটকেও গ্রেফতার করেছে ৷ পাশাপাশি বেআইনি ভাবে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের চাকরিও গিয়েছে৷ চাকরি বাতিলের একাধিক নির্দেশ দিয়েছেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন:চাকরি যেতে পারে প্রায় 43 হাজার প্রাথমিক শিক্ষকের, ইঙ্গিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details