কলকাতা, 30 মার্চ: আইনজীবী মুকুল রোহাতগির (Lawyer Mukul Rohatgi) মন্তব্যে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মুকুল রোহাতগি কতবড় আইনজীবী, তা তিনি দেখতে চান বলে বৃহস্পতিবার এজলাসে বসেই মন্তব্য করলেন বিচারপতি (Justice Gangopadhyay warns Mukul Rohatgi) ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মুকুল রোহাতগি চাকরিপ্রার্থীদের তরফে সওয়াল করতে গিয়ে বলেছেন, ‘‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রুল জারি করা উচিত সুপ্রিম কোর্টের । তিনি গ্রুপ-ডি, গ্রুপ-সি সহ কর্মরত 5 হাজার জনের চাকরি কেড়েছেন । কারও বক্তব্য না শুনেই তিনি নির্দেশ দিচ্ছেন ।’’
সেই মন্তব্যকে কেন্দ্র করে এদিন সকালে আদালতে এসেই বিচারপতি আইনজীবীদের কাছে জানতে চাইলেন গতকালের শুনানির কোনও ক্লিপিং দিতে পারবেন কি না । তিনি সংবাদমাধ্যমে খবরটি জানতে পেরেছেন । এই ব্যাপারে তিনি মুকুল রোহাতগির বক্তব্য শুনে তিনি কতবড় আইনজীবী তা দেখতে চান বলেও উল্লেখ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "আমি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দিয়ে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়ে এই বক্তব্যের সত্যতা জানতে চাইব । দুর্নীতি আটকাতে না পেরে দুর্নীতির সমর্থনে কথা বলা হচ্ছে । কঠোর পদক্ষেপ নেব আমি সবার বিরুদ্ধে ।"