পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঢুকতে বাধা, অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

সোমবার থেকেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন আইনজীবীদের একাংশ ৷ অন্য আইনজীবীদের ওই বিচারপতির এজলাসে ঢুকতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে মঙ্গলবার রুল জারি করল হাইকোর্ট ৷

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Jan 10, 2023, 5:20 PM IST

Updated : Jan 10, 2023, 6:23 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: আদালতের দরজা আটকে আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা, বিচারব্যবস্থায় বাধা সৃষ্টির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ধারা প্রয়োগ করে রুল ইস্যু করেন ৷ তার পর মামলা পাঠিয়ে দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে ।

এছাড়া এদিন এজলাসের দরজার বাইরে সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত । যদিও প্রধান বিচারপতির এজলাসে চলা মামলার নতুন করে শুনানি হবে কি না, তাই নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে । এদিন দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীরা ভিড় করেন । একদিকে বয়কট বিরোধী ও অন্যদিকে বয়কটপন্থীদের ভিড় ।

সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য মামলার নথি জমা দিয়ে গতকাল ও আজ 13 নম্বর কোর্টের সামনে অব্যবস্থার ছবি, পোস্টার তুলে দেন । বিচারপতি মান্থার বাড়ির সামনের পোস্টারের অংশও তুলে দেখান । তাঁর আবেদন, যে ঘটনা হয়েছে, তাতে রুল ইস্যু করে জবাব চাওয়া হোক ।

অন্যদিকে শাসকপন্থীদের হয়ে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, ‘‘যা ঘটেছে তাতে জাস্টিফাই করার কোনও কারণ নেই । এখানেই এটা নিষ্পত্তি করা হোক । কারণ, যা ঘটেছে সেটা আড়াল করার চেষ্টা সিনিয়র মেম্বার হিসেবে করছি না । বার কোনও বৈঠক করেনি । যা ঘটেছে সেটা অবাঞ্ছিত। আর না ঘটে সেটা দেখার দরকার । কিন্তু কিছু ব্যবস্থা হলে সেটা আমাদের সহকর্মীদের জন্য খারাপ হবে ।’’ পাশাপাশি আর এক আইনজীবী অদিন্ত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরিস্থিতি স্বাভাবিক ৷ ফলে এই নিয়ে প্রধান বিচারপতি যেন কোনও নির্দেশ না দেন ।’’

প্রধান বিচারপতি বলেন, ‘‘কেন গতকাল আপনারা এটা আটকাননি ? সহ-সম্পাদক আমাদের চিঠি দিয়েছেন । আপনারা চিৎকার করছেন ।’’ বিজেপি পন্থীদের তরফে কেন্দ্রের সহাকারী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘‘তুমুল ভিড় গেটের বাইরে । সেখানে দু’জন মহিলা কনস্টেবল রাখা আছে । আদালত চাইলে কেন্দ্র সেন্ট্রাল ফোর্স দিতে তৈরি ।’’

প্রধান বিচারপতির এজলাসে অ্যাডভোকেট জেনারেল উপস্থিত হয়ে জানান, যা ঘটেছে তাতে তিনি লজ্জিত । এটা দুঃখজনক । প্রধান বিচারপতি তখন বলেন, "এ ব্যাপারে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা দরকার । সব পক্ষ নিজেদের বক্তব্য লিখিত আকারে জমা দিন । দেখার পর যা নির্দেশ দেওয়ার দেওয়া হবে ।"

আরও পড়ুন:বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট! স্তম্ভিত প্রধান বিচারপতি

Last Updated : Jan 10, 2023, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details