কলকাতা, 29 এপ্রিল: আটমাস আগে পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু এতগুলো মাস কেটে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি ৷ যা নিয়ে আদালত রাজ্যের মুখ্যসচিব, পরিবহণ দফতরের সচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল জারি করলেন ক্ষুব্ধ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (contempt of court against wb chief secretary) ৷ আগামী 20 মে তাঁদের সশরীরে হাজিরা দিয়ে এর কারণ দর্শাতে হবে ৷
দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মী সনৎকুমার ঘোষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন স্কিম চালু করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন । গত বছর সেপ্টেম্বর মাসে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব, পরিবহণসচিব ও অর্থসচিবকে আলোচনা করে কী স্কিম করা যায়, তা নির্ধারণ করতে বলেছিলেন ৷ কিন্তু আট মাস কেটে গেলেও আদালতের সেই নির্দেশ মানা হয়নি । নির্ধারণ হয়নি পেনশন স্কিম ৷ আর তাতেই আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পরিবহণসচিব রাজেশ সিনহা ও অর্থসচিব মনোজ পন্থের বিরুদ্ধে ৷