কলকাতা, 6 জানুয়ারি :কোভিডবিধি মেনেই গঙ্গাসাগর মেলার (Ganga Sagar Mela) আয়োজন করা হয়েছে বলে হাইকোর্টে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ডায়ামন্ডহারবারে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । মেলায় সেফ হোম তৈরি করা হয়েছে । সাগরদ্বীপের অধিকাংশ মানুষকে টিকাপ্রদান করা হয়েছে । রাজ্য চায় বিধিনিষেধের মধ্যেই মেলা করতে । রাজ্যের অনুমান 5-6 লক্ষের মত লোক আসতে পারে এই মেলায় । 9 থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলবে মেলা । ডায়ামন্ডহারবার হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে । পাশাপাশি ই-স্নানের উপরও জোর দেওয়া হচ্ছে । 50 হাজারের মত সাধু আসতে পারে । তাঁদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানালেন অ্যাডভোকেট জেনারেল ।
অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, ধাপে ধাপে মন্দির দর্শন ও স্নানের ব্যাবস্থা করা হয়েছে । পরিস্থিতি যদি খুব খারাপ হয় তাহলে গোটা এলাকাকে কনটেইনমেন্ট বলে ঘোষণা করা হবে । মেডিক্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে । 235 শয্যার সেফ হোমও তৈরি করা হয়েছে । মামলাকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন," রাজ্য সরকার ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাত্র 4 জন আয়োজক অভিনেতা আক্রান্ত হওয়ার জন্য । অথচ গঙ্গাসাগর মেলা বন্ধ করতে চাইছে না কেন ? ফিল্ম ফেস্টিভ্যালে কয়েক হাজার লোক আসে মাত্র । সেখানে গঙ্গাসাগর মেলা কেন বন্ধ করা হবে না ? " ডাক্তার ফোরামের তরফে বলা হয়, যেভাবে ডাক্তাররা আক্রান্ত হয়েছেন। আর যে হাসপাতালের ব্যবস্থা করা হচ্ছে বলা হচ্ছে মেলা প্রাঙ্গণে তা কতটা কার্যকরী হবে সে নিয়ে প্রশ্ন রয়েছে ।