কলকাতা, 21 জুলাই:শিক্ষকবদলির ক্ষেত্রে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আদালত স্পষ্টই জানাল স্বাস্থ্য সংক্রান্ত কারণে যদি কোনও শিক্ষক বদলির আবেদন করেন তাহলে তা নিয়ে আলোচনা-পর্যালোচনা করার এক্তিয়ার নেই স্কুলের (Calcutta High Court Major Order in Transfer of Teachers)। এই নিয়ে কোনওরকম প্রশ্ন থাকলে স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক বা সমতুল পদাধাকারিকের কাছে ওই সমস্ত চিকিৎসার নথি পাঠাতে হবে । পাশাপাশি স্কুলে শিক্ষক কম এই যুক্তিতেও কোনও বদলির আবেদন ফেরানো যাবে না । এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা ।
পুরুলিয়ার ঝালদার বামুন ডিহি জুনিয়র হাইস্কুলের শিক্ষিকা সরস্বতী পূর্তি নানা রকম স্ত্রী রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন পুরুলিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । তাঁর শারীরিক অবস্থা যে খারাপ তা লিখিতভাবে জানিয়েছে হাসপাতালও। 2010 সাল থেকে কর্মরত আছেন ওই শিক্ষিকা ৷ অবশেষে স্বাস্থ্য সংক্রান্ত কারণে এই বছর 25 ফেব্রুয়ারি বদলির আবেদন করেন ওই শিক্ষিকা । কিন্তু এনওসি দেয়নি স্কুল ৷ বলা হয় পড়ুয়ার তুলনায় শিক্ষিকার অভাব রয়েছে তাই তাঁকে ছাড়া সম্ভব নয় ।