পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: আগের নির্দেশ প্রত্যাহার বিচারপতি সিনহার, ইডি আধিকারিক মিথিলেশকুমার মিশ্রকে তদন্তে পুনর্বহাল - কলকাতা হাইকোর্ট

ইডি'র তদন্তকারী আধিকারিক মিথিলেশকুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতি-সহ রাজ্যের অন্যান্য মামলাগুলির তদন্তে পুনর্বহাল করলেন বিচারপতি অমৃতা সিনহা ৷

Etv Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 3:29 PM IST

Updated : Oct 13, 2023, 3:59 PM IST

কলকাতা, 13 অক্টোবর:এরাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি'র তদন্তকারী আধিকারিক মিথিলেশকুমার মিশ্রকে নিয়ে দেওয়া, তাঁর আগের নির্দেশ প্রত্যাহার করে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ এর আগে বিচারপতি এই তদন্তকারী আধিকারিকের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিয়োগ দুনীতি তদন্ত থেকে তাঁকে সরিয়ে দিয়েছিলেন ৷ এমনকি রাজ্যের কোথাও তিনি অন্য কোনও তদন্ত করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছিল ৷ শুক্রবার এই সমস্ত নির্দেশই প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি সিনহা ৷ ফলে ফের নিয়োগ দুর্নীতি-সহ সব মামলার তদন্তে ফিরলেন মিথিলেশকুমার মিশ্র।

ইডির এই তদন্তকারী আধিকারিককে গত 29 সেপ্টেম্বর রাজ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত লিপস অ্যান্ড বাউন্ডস মামলা-সহ অন্যান্য মামলা থেকেও সর্য়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা ৷ এই তদন্তকারী আধিকারিকের প্রয়োজনীয় আত্মবিশ্বাস নেই বলে মন্তব্য করেছিলেন বিচারপতি ৷

হাইকোর্টের এই নির্দেশই পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আর্জি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ আবেদনে বলা হয় নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানো হলেও রাজ্যের অন্যান্য মামলা থেকে যেন মিথিলেশ কুমার মিশ্রকে সরানো না হয় ৷ ইডি'র এই আবেদনের এদিন শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ শুনানির পর, আগের নির্দেশ প্রত্যাহার করে নেন বিচারপতি ৷ তিনি জানিয়েছেন, রাজ্যের যেকোনও মামলার তদন্ত করতে পারবেন মিথিলেশ। তাঁর বিরুদ্ধে নির্দেশনামায় যে পর্যবেক্ষণ ছিল তাও প্রত্যাহার করেছেন বিচারপতি অমৃতা সিনহা । এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ইডি'র আবেদনের প্রেক্ষিতে রুদ্ধদ্বার শুনানি হয় ৷ আইনজীবী ছাড়া এই শুনানিতে আর কারও প্রবেশাধিকার ছিল না ৷

আরও পড়ুন: মিথিলেশকুমার মিশ্রকে রাজ্যের অন্যান্য মামলা থেকে সরানোর নির্দেশ পুনর্বিবেচনার আবেদন ইডির

এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সংস্থাটির সম্পত্তি নিয়ে ইডি যে রিপোর্ট আদালতে দিয়েছিল, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ সেসময় বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল ইডির এই আধিকারিককে ৷ একজন সাংসদের সম্পত্তির তালিকায় কীভাবে শুধুমাত্র তিনটি জীবন বিমা পলিসি থাকতে পারে, এমনকি কোনও ব্যাংক অ্যাকাউন্টেরও কেন উল্লেখ নেই, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি ৷

Last Updated : Oct 13, 2023, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details