কলকাতা, 14 অক্টোবর : কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন বিজেপি নেতার 25 অক্টোবর পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট । গ্রেফতার করা হলেও 10 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে জামিন দিতে হবে বলে আজ নির্দেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ ।
এই মামলার শুনানিতে রাজ্যের তরফে সরকারি কৌঁসুলি শাশ্বত গোপাল মুখোপাধ্যায় বলেন, "অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ সংক্রান্ত অভিযোগ রয়েছে ৷ পাশাপাশি এই মামলা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন ৷ ফলে এই পরিস্থিতিতে হাইকোর্ট সেই মামলা গ্রহণ করতে পারে না ।"
পাশাপাশি তিনি আরও বলেন ,"এই অভিযোগের তদন্ত চলছিল । সুতরাং, তদন্ত সংস্থাকে সেই কাজ করতে দেওয়া হোক । জামা কাপড় ও অন্যান্য জিনিসের ফরেনসিক পরীক্ষাও করা দরকার । চারদিন হল পুলিশ তদন্ত শুরু করেছে । শরৎ বোস রোডের যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছিল সেই ফ্ল্যাটের দুজন সুপারভাইজারের জবানবন্দি গ্রহণ করা হয়েছে । তাঁরা জানিয়েছেন ফ্ল্যাটে দলীয় কাজকর্ম করার জন্য কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক ব্যক্তি আসতেন ।"
আরও পড়ুন :Rujira Banerjee : সশরীরে হাজিরার প্রয়োজন নেই, দিল্লি হাইকোর্টের নির্দেশে স্বস্তি রুজিরার
বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি কৌশিক চন্দ প্রশ্ন করেন , "হাইকোর্টের নির্দেশে তিন বিজেপি নেতার বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে ঠিকই ৷ কিন্তু এতদিন পর ওই মহিলার মেডিকেল টেস্ট করলে কি কিছু তথ্য প্রমাণ পাওয়া আদৌ সম্ভব ?"
এর আগে আলিপুর আদালত মহিলার অভিযোগ খারিজ করে দিয়েছিল ৷ তারপর কলকাতা হাইকোর্ট পুনরায় এফআইআর দায়ের করার নির্দেশ দেয় । তারপরই কৈলাস বিজয়বর্গীয়-সহ অন্যরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ।
আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বর্তমান বিচারপতির অধীনে তদন্তের দাবি প্রিয়াঙ্কার
2018 সালে একটি যৌন নির্যাতনের ঘটনায় রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, প্রদীপ জোশি ও জিষ্ণু বসুর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা । সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চলতি মাসেই নতুন করে ফের থানায় এফআইআর দায়ের হয় । এর আগে আলিপুর আদালত এফআইআর দায়ের করার আবেদন খারিজ করে দিলেও চলতি বছরের 1 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরি নিম্ন আদালতকে তার আবেদন বিবেচনা করার নির্দেশ দেন ।
গত 8 অক্টোবর বিচারক এফআইআর দায়ের করার নির্দেশ দিলে ওইদিনই কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন জনের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের হয় । এফআইআর খারিজের দাবিতে এবং আগাম জামিনের আর্জি জানিয়ে গত পরশুদিন কলকাতা হাইকোর্টে আবেদন জানান তিন বিজেপি নেতা । কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলা গ্রহণ করেন এবং জরুরি ভিত্তিতে আজ শুনানির নির্দেশ দিয়েছিলেন ।
আরও পড়ুন :Delhi High Court : ধর্ষিতার পরিচয় প্রকাশ মামলায় রাহুলের বিরুদ্ধে নোটিস জারির আর্জি খারিজ আদালতের