কলকাতা 8 অগস্ট: আগামিকাল গোয়ালতোড়ে তিনমণি নবকুঞ্জ মাঠে হবে বিজেপি ও তৃণমূলের সভা ৷ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে ৷ তবে, সময় ভাগ করে দিয়েছেন বিচারপতি ৷ সকাল 9টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ব আদিবাসী দিবসের সভা করবেন শুভেন্দু অধিকারী ৷ আর বেলা আড়াইটার পর তৃণমূলের জনসভা হবে ৷ আর দুই ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের পুলিশ প্রশাসনকে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷
কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চে আজ একটি মামলা দাখিল করে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব ৷ তাদের অভিযোগ ছিল, বিজেপির আবেদন খারিজ করে দিয়ে জেলা পুলিশ প্রশাসন তৃণমূলের জনসভার অনুমতি দিচ্ছে ৷ এ নিয়ে আজ শুনানিতে দুই পক্ষের তর্কবিতর্কের পর বিচারপতি একই দিনে 1 ঘণ্টা সময়ের ব্যবধানে প্রথমে বিজেপি এবং পরে তৃণমূলকে জনসভা করার অনুমতি দিয়েছেন ৷
আজ মামলার শুনানিতে বিজেপি তথা শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় আদালতে বলেন, ‘‘3 অগস্ট বিজেপির তরফে আবেদন করা হলে গোয়ালতোড় কলেজ মাঠে অনুষ্ঠান অনুমতি দেন অধ্যক্ষ ৷ পরে তিনি নিজেই তা প্রত্যাহার করেন ৷ এবার তিনমণি নবকুঞ্জ মাঠে সভা করার অনুমতি চাওয়া হয় পুলিশের কাছে ৷ 6 অগস্ট আবেদন করা হয় ৷ আজ দুপুরে পুলিশ সেই আবেদন খারিজ করেছে ৷’’
এ নিয়ে রাজ্য সরকারের আইনজীবী জবাবে বলেন, ‘‘তৃণমূলের সভার জন্য আগে থেকে অনুমতি দেওয়া আছে তিনমণি নবকুঞ্জ মাঠে ৷ তাই তিনমণি হাটতলায় 500 মিটারের মধ্যে গোয়ালতোড় কলেজের মাঠে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাবে না ৷ 500 মিটারের মধ্যে দু’টি অনুষ্ঠান পুলিশের পক্ষে সামাল দেওয়া সমস্যার ৷ আর 3 অগস্ট তৃণমূল তিনমণি নবকুঞ্জ মাঠে সভা করার জন্য এসপি-র কাছে আবেদন করেছিল ৷’’
আরও পড়ুন:বেহালায় পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুতে জনস্বার্থ মামলা হাইকোর্টে
উল্লেখ্য বিচারপতি রাজা শেখর মান্থা কয়েকমাস আগে এক নির্দেশ জানিয়েছিলেন, রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের মিছিল ও সভার ক্ষেত্রে পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে হবে অন লাইনে ৷ সেই একই প্রক্রিয়ায় অনুমতি দেবেন পুলিশ সুপার ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়, বিচারপতি রাজা শেখর মান্থার সেই নির্দেশ মানেনি এসপি ৷ তবে, রাজ্যের আইনজীবীর যুক্তিকে মান্যতা দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ তিনিই সম্মতি প্রকাশ করেন যে, একই দিনে প্রায় একই সময়ে দু’টি সভায় পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ৷
এ দিন আদালতে বিজেপি এবং তৃণমূল দু’তরফেই বলা হয়, তাদের সভার দুই থেকে আড়াই হাজার লোক জমায়েত হবে ৷ বিচারপতির জানান, ‘‘তৃণমূল আগে আবেদন করায়, তিনি নিয়ম মতো সেই সভার অনুমতি বাতিল করতে পারেন না ৷ কিন্তু, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান অন্যদিন করতে বলারও কোনও অর্থ হয় না ৷ তাই একই দিনে তিনমণি নবকুঞ্জ মাঠে সকাল 9টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিজেপির সভা হবে ৷ আর বেলা আড়াইটা থেকে তৃণমূলের সভা হবে ৷ পুরো নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবে জেলা পুলিশ ৷