কলকাতা, 27 সেপ্টেম্বর: কলকাতার রাস্তায় হকারদের দৌরাত্ম্য আটকাতে এ বার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি কলকাতা পৌরসভা সংলগ্ন এলাকার বেআইনি দখলদারি চিহ্নিত করে, 6 সপ্তাহের মধ্যে তা সরাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । হকাররা কোথায় তাঁদের পসরা সাজিয়ে বসতে পারবেন, আর কোথায় পারবেন না, তা রাজ্য সরকারকে স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে আদালত ।
শহরে হকারদের প্রাধান্য নিয়ে এ দিন ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । তিনি বলেন, নিউটাউনের বিভিন্ন জায়গায় রাস্তার দুই ধারে বসে রয়েছেন হকাররা । ধর্মতলার গ্র্যান্ড হোটেলের নীচে বহু দোকান আছে । কিন্তু ওই দোকানগুলির সামনে দখল করে রাখা হয়েছে ফুটপাথ । ভালো করে দোকানগুলি দেখাই যায় না । শহরের প্রবণতা এটাই যে, যেখানে যে কেউ ফুটপাথে বসে পড়লেই মানুষ সেখানে ভিড় করছে । সচেতনতার অভাব । পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের কথা কি মানুষ ভুলে গিয়েছে ?
আবেদনকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত আদালতে কলকাতা পৌরসভার সংলগ্ন এলাকার ছবি পেশ করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন । ছবি দেখে কলকাতা পৌরসভার আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, "বিষয়টা দেখুন । নির্বাচিত প্রতিনিধিরা এই বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নিন । এই বিষয়ে রাজনীতি করবেন না । রাজনীতি জড়িয়ে গেলেই এই বিষয়ে আর কোনও কাজ হবে না ।"