কলকাতা, 17 ফেব্রুয়ারি: 34 সপ্তাহের এক অন্তঃসত্ত্বা মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court give permission for abortion) । নিয়ম অনুযায়ী 24 সপ্তাহের পর গর্ভপাত করানোর ক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন হয় । সেই কারণেই উত্তর কলকাতার বাসিন্দা নিবেদিতা বসু নামের ওই মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ।
জানা গিয়েছে, বিবাহের পর থেকেই নানারকম শারীরিক সমস্যার শিকার তিনি । সম্প্রতি দীর্ঘ চিকিৎসার পর গর্ভবতী হয়েছিলেন । কিন্তু গর্ভে সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক সমস্যা আরও জটিল হতে শুরু করেছে । তাই চিকিৎসকরা তাঁকে গর্ভপাত করানোর পরামর্শ দিয়েছেন । বৃহস্পতিবার, হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ওই মহিলাকে গর্ভপাতের অনুমতি দিয়েছেন । পাশাপাশি, এই নির্দেশে বলা হয়েছে, গর্ভপাত করাতে গিয়ে যগি কোনও সমস্যার সৃষ্টি হয় তাহলে ওই মহিলা কাউকে দায়ী করতে পারবেন না ৷