কলকাতা, 3 সেপ্টেম্বর : কলেজের পূর্ণ সময়ের অধ্যাপকদের বদলি নিয়ে আইনের কার্যকারিতার উপর চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি এই নির্দেশ দিয়েছেন ।
2017 সালে কলেজের অধ্যাপকদের বদলি সংক্রান্ত বিষয়ে একটি আইন আনে রাজ্য সরকার । আইনে বলা হয়, রাজ্য সরকার কলেজের পূর্ণ সময়ের অধ্যাপকদের বদলি করতে পারবে । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যান অধ্যাপক শুভদয় দাশগুপ্ত সহ বেশ কয়েকজন ৷ মূলত আইনের 11/2 ধারাকে চ্যালেঞ্জ করেন তাঁরা। মামলাকারীদের মূল বক্তব্য ছিল, অধ্যাপকদের বদলির বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারের বাইরে । কিন্তু, নতুন আইনের ফলে তাঁদের বদলির ক্ষমতা রাজ্য সরকারের হাতে এসেছে ৷ এর ফলে কোনও অধ্যাপকের সঙ্গে যদি রাজ্য সরকারের বিরোধ বাঁধে বা একজন অধ্যাপক তাঁর মতামত প্রকাশ করতে গিয়ে যদি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তবে তিনি রাজরোষে পড়তে পারেন । রাজ্য সরকার নিজের ইচ্ছে মতো তাঁকে বদলি করতে পারে ।