কলকাতা, 12 সেপ্টেম্বর: বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী-সহ বাকিদের রক্ষাকবচের মেয়াদ 3 সপ্তাহের জন্য বাড়াল কলকাতা হাইকোর্ট ৷ কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সৌমেন্দু এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার মোট 9টি মামলা দায়ের করেছিল ৷ সেই মামলাগুলির প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ এই আশংকায় গত 13 জুন সৌমেন্দু এবং অন্যান্যরা কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করেন ৷ এ দিন সেই মামলার ফের শুনানিতে আরও তিন সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছে আদালত ৷
আজ বিচারপতি জয় সেনগুপ্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সময় নির্দেশে বলেন, ‘‘এই তিন সপ্তাহের মধ্যে তদন্তের স্বার্থে পুলিশ সকলে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে ৷ তবে, দু’দিন ও 2 ঘণ্টার বেশি একজনকে তলব করা যাবে না ৷’’ এ দিন আদালতে সৌমেন্দু অধিকারী আলাদাভাবে নিজের জন্য অতিরিক্ত সুরক্ষার আবেদন করেন ৷ কিন্তু, তা খারিজ করে দেন বিচারপতি ৷
আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘‘সৌমেন্দু অধিকারী আলাদা করে বাড়তি সুরক্ষাকবচ চাইলে, তিনি পৃথক মামলা করতে পারেন ৷ কিন্তু, চলতি রক্ষাকবচের মামলায় আরও অনেকে যুক্ত রয়েছেন ৷ তাই এই মামলায় যা নির্দেশ দেওয়া হবে, তা সকলের জন্য ৷ সেখানে সৌমেন্দু অধিকারী বাড়তি সুবিধা পাবেন না ৷ এর জন্য তাঁকে আলাদা একটি আবেদন করতে হবে ৷’’ সৌমেন্দুর আইনজীবী যুক্তি দিয়েছিলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নতুন কোনও মামলা দায়ের করে হেনস্তা করতে পারেন ৷