কলকাতা, 21 ফেব্রুয়ারি: মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে রাজ্যজুড়ে দু’দিনের কর্মবিরতির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন (Strike on DA Issue) । সেই কর্মবিরতিতে গতকালই অংশগ্রহণ করেছিলেন রাজ্যের নিম্ন আদালতের কর্মচারীরা । রাজ্যের বেশিরভাগ নিম্ন আদালতে গতকাল, সোমবার কাজকর্ম স্বাভাবিকভাবে হয়নি । আজ, মঙ্গলবার এই কর্মবিরতির ডাকে সামিল হলেন হাইকোর্টের (Calcutta High Court) কর্মচারীরা । হাইকোর্টে দফতরি থেকে শুরু করে কোর্ট অফিসাররা, কেউই এদিন কাজে অংশগ্রহণ করেননি । বিচারপতিরা এজলাসে বসেছেন । মামলার শুনানিও চলছে ৷ কিন্তু রায়দান স্থগিত থাকছে ।
এদিন সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দেখা যায় ডিএ-র (DA) দাবিতে হাইকোর্ট কর্মচারীরা কর্মবিরতিতে অংশগ্রহণ করায় কোনও কোর্ট অফিসার বসেননি নিজের চেয়ারে । পাশে রাখা ফাইল নিজেই নিয়ে বিচার প্রক্রিয়া চালান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ সীমিত সংখ্যক মামলার শুনানি করার কথা ডিভিশন বেঞ্চের । মামলার রায় লেখার জন্য নেই কোনও স্টেনো বা কোর্ট অফিসার । চেম্বার থেকে পিএ-কে ডেকে রায় লিপিবদ্ধ করাচ্ছে ডিভিশন বেঞ্চ ।
বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসেও নেই কোনও কোর্ট অফিসার বা পিওন । শুধুমাত্র যে মামলাগুলি জরুরি, সেই মামলাগুলির শুনানি গ্রহণ করছেন বিচারপতি । নিজেই মামলার রায় লিপিবদ্ধ করছেন । প্রায় সব এজলাসেই একই পরিস্থিতি ।