কলকাতা, 16 ফেব্রুয়ারি: নিয়োগে দুর্নীতি (Bengal Recruitment Scam) হওয়ায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশে 1911 জন গ্রুপ ডি কর্মীর চাকরি চলে গিয়েছে ৷ আদালত তাঁদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপর আংশিক স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ গ্রুপ ডি কর্মীদের (Group D Employees) বেতন ফেরতের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে ৷ তবে সিঙ্গল বেঞ্চের বাকি সব নির্দেশ বহালই রয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 3 মার্চ ৷ ওইদিন পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে আদালত জানিয়েছে ৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 9 ও 10 ফেব্রুয়ারি পরপর দু’দিন গ্রুপ ডি কর্মীদের চাকরি খারিজ সংক্রান্ত নির্দেশ দিয়েছিলেন ৷ এই চাকরি প্রার্থীরা আদালতের অনুমতি ছাড়া কোথাও চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলে আদালত জানিয়েছিলেন । সঙ্গে ছিল বেতন ফেরতের বিষয়টিও ৷ এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন চাকরিহারা প্রার্থীরা ।
এদিন শুনানিতে মামলাকারী আইনজীবীদের তরফে আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, "সকলের বিচার পাওয়ার অধিকার আছে । গ্রুপ ডি কর্মীদেরও আছে । দোষ প্রমাণ হওয়ার আগেই চাকরি চলে গেল ! আমরা শুধু বিচার চাই । আর বিচার সবার জন্য সমান হয় । গ্রুপ ডি এর কাজ খুব ছোট...... স্কুলে ঘণ্টা বাজানো ও খাতাপত্র এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাওয়া । তবুও তাঁদের বিচার পাওয়ার অধিকার আছে ।" মামলাকারীদের তরফে আরও এক আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, "এখন সবাই সবার পিঠ বাঁচাতে ব্যস্ত । সকলে হাত তুলে নিচ্ছে । সিঙ্গেল বেঞ্চের কাছে চাকরি খারিজের আবেদন করাই হয়নি । তবে এই নির্দেশ কী করে সম্ভব ?"