কলকাতা, 26 জুন: হাওড়ার উলুবেড়িয়া-1 এর বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশ সোমবার খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ ৷ আদালত জানিয়েছে, তদন্ত হবে অবসপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে । কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বে রাজ্য পুলিশ তদন্ত করবে বলে আদালতের নির্দেশ ।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া-1 এর বামফ্রন্টের প্রার্থীদের নথি বিকৃত করার অভিযোগ ওঠে স্থানীয় বিডিও-র বিরুদ্ধে ৷ সেই নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে ৷ বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ৷ এর আগের শুননিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় ৷ সোমবার সেই নির্দেশই খারিজ করে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ৷