কলকাতা, 4 অগস্ট: মনোনয়নপত্র ও জাতিগত শংসাপত্র বিকৃতি মামলায় উলুবেড়িয়া 1 এর বিডিও এবং উলুবেড়িয়ার এসডিও-কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন উলুবেড়িয়ার এসডিও শমীক ঘোষ ৷ আজ সেই আবেদনের শুনানিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বক্তব্য ভালো করে শুনতে হবে সিঙ্গল বেঞ্চকে ৷ তার পরেই কোনও চূড়ান্ত নির্দেশ দিতে পারবেন বিচারপতি ৷
তবে, এখানেও একটা জটিলতা তৈরি হয়ে রয়েছে ৷ কারণ, গত 27 জুলাই বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ মতো 31 জুলাই সরকার তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বলে আজকের শুনানিতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী ৷ কিন্তু, ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই নির্দেশিকা খারিজ করেনি ৷ তা বজায় রেখেই সিঙ্গল বেঞ্চকে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বক্তব্য শুনতে বলেছে ৷
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের সময় মনোনয়ন পেশের পর স্ক্রুটিনির সময় কাশ্মীরা বেগম খানের মনোনয়নপত্র বিকৃত করা হয় ৷ এমনকি ওবিসি শংসাপত্র বাতিল করার অভিযোগ ওঠে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বিরুদ্ধে ৷ যে ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার ৷ ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় এবং প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে এক সদস্যের কমিশন গঠন করে ৷ তাঁর উপর দায়িত্ব পরে এসডিও এবং বিডিও-র বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে, একটি রিপোর্ট সিঙ্গল বেঞ্চে জমা করার ৷
আরও পড়ুন:মনোনয়ন জমা দিতে অপারগ বিরোধীরাদের এসকর্ট করবে কলকাতা পুলিশ, নির্দেশ হাইকোর্টের