পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: খড়গপুর আইআইটি-র ছাত্রমৃত্যুতে সিটের সদস্য়দের পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের

Kharagpur IIT Student Death Case: গত বছর ফাইজান আহমেদ নামে এক ছাত্রের রহস্যমৃত্যু হয় খড়গপুর আইআইটি-তে ৷ সেই ঘটনায় সিট গঠন করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেই সিটের সদস্যদের পরিবর্তনের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

Calcutta High Court-IIT Kharagpur
Calcutta High Court-IIT Kharagpur

By

Published : Aug 16, 2023, 7:04 PM IST

কলকাতা, 16 অগস্ট: আইআইটি খড়গপুরের ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৷ সেই মামলার শুনানিতে বুধবার এই ঘটনায় সিটের তদন্তকারী সদস্যদের পরিবর্তন করতে নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ।

প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এ দিন বলে, রাজ্য সরকার ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট নিয়ে ততটা উদ্বিগ্ন নয়, যতটা উদ্বিগ্ন তদন্তে নতুন সিট গঠন করায় । আদালত মনে করছে, খুব ব্যতিক্রমী ক্ষেত্রে পরিবর্তন করতে হয় তদন্তকারী অফিসারদের । অনেক সময় মামলাকরীর ভরসা বাড়াতে করতে হয় । ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট সব দিক দিয়ে প্রথম রিপোর্টকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে । তাই সিটের তদন্তকারী অফিসারদের বদলে দিল আদালত ৷

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের এডিজি (সদর) জয়রামনের নেতৃত্বে তদন্ত হবে । এডিজি-র উপরে তদন্তকারী অফিসার নিয়োগের ভার ছেড়ে দেওয়া উচিত । অবসরপ্রাপ্ত অফিসারকে তদন্তে না রাখা বাঞ্ছনীয় । সিআইডি ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসারদের সিটে নিয়োগের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করেছে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ।

এ দিন শুনানিতে রাজ্য জানায়, এই মামলায় পুলিশ তদন্ত করছিল । 15 অক্টোবর দেহ পাওয়া যায় হস্টেলের ঘরে । পরের দিন অভিযোগ দায়ের হয় । তদন্ত শুরু করে পুলিশ । সিঙ্গেল বেঞ্চ দীর্ঘ শুনানিতে পুলিশের তদন্তে কোনও প্রশ্ন বা ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেনি । তবে অবসরপ্রাপ্ত চিকিৎসককে দিয়ে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় । সেই রিপোর্টকে মান্যতা দেয় সিঙ্গেল বেঞ্চ ।

ওই ময়নাতদন্তে জানা যায়, আইআইটির ছাত্র ফাইজান আহমেদকে খুন করা হয়েছে । যা প্রথম ময়নাতদন্তে ছিল না । সেই রিপোর্টে খুন বলে দাবি করা হয় । সিঙ্গল বেঞ্চের এক্তিয়ার নেই অবসরপ্রাপ্ত চিকিৎসককে দিয়ে দ্বিতীয় ময়নাতদন্ত করিয়ে তাতে মান্যতা দেওয়া । পুলিশের তদন্তে আত্মহত্যার ইঙ্গিত ছিল । প্রধান বিচারপতি জানতে চান, "প্রথম তদন্তের অগ্রগতি কোন অবস্থায় আছে ?" রাজ্য জানায়, ফাইনাল রিপোর্ট দেওয়ার অবস্থায় রয়েছে পুলিশ । রাজ্য আত্মহত্যা বা খুন কোনও কিছুই বলছে না ।

প্রধান বিচারপতি ফের বলেন, "সিঙ্গল বেঞ্চ সন্দেহ প্রকাশ করেছে প্রথম ময়নাতদন্ত রিপোর্ট দেখে । তাই নির্দিষ্ট ভাবে দ্বিতীয় ময়নাতদন্ত করতে নির্দেশ দিয়েছে । এখানে এত বড় পার্থক্য হয়েছে । আত্মহত্যা থেকে খুন হয়েছে । নতুন তদন্ত অফিসার নিয়ে আপনাদের আপত্তি কেন ? মা-বাবা ছেলের মৃত্যুর কারণ জানতে চায় । এটা একটা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে পারে । তাই তদন্ত সঠিক হওয়া দরকার ।"

বিচারপতি জানতে চান সিটের সদস্যদের নাম কে দিয়েছে ? উত্তরে রাজ্য জানায়, সিঙ্গেল বেঞ্চ নিজের মতো করে দিয়েছিল । একই সঙ্গে আইআইটিও জানায়, সিঙ্গল নিজের ইচ্ছেমতো করেছে । বেঞ্চের সেই এক্তিয়ারই নেই । শেষে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, দ্বিতীয় ময়নাতদন্ত নিয়ে আপাতত তারা কিছু বলছে না । তবে সিটের যারা সদস্য আছে তাদের পরিবর্তন করে তদন্তের কাজ চলবে ।

আরও পড়ুন:ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে, হাইকোর্টে অভিযোগ আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের

উল্লেখ্য, খড়গপুর আইআইটি-র ছাত্র ফাইজান আহমেদের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তৎপর হয়ে যে নির্দেশ দিয়েছে, তাতে প্রতিষ্ঠানের সম্মানহানি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের ৷ তাই তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে খড়গপুর আইআইটি । সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details