কলকাতা, 6 ফেব্রুয়ারি:বাঙালির মাছ খাওয়া নিয়ে তির্যক মন্তব্য(Bengalis Fish Eating Comment) করা পরেশ রাওয়াল অবশেষে স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টে ৷ জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল আদালত (Calcutta High Court)। তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরেশ রাওয়াল (Paresh Rawal Relieved)৷
যা বললেন বিচারপতি মান্থা: বিচারপতি রাজা শেখর মান্থা সোমবার বলেন, গুজরাতি ভাষায় তিনি (পরেশ) মন্তব্য করেছিলেন । তারপরে তিনি টুইট করে ক্ষমাও চান । তালতলা থানায় অভিযোগকারীর বিষয়টি কতটা গুরুতর, তাই নিয়ে প্রশ্ন থাকতে পারে । কারণ গত শুনানিতে থানায় অভিযোগকারী সিপিএম নেতা মহম্মদ সেলিমের আইনজীবীকে গোটা ঘটনাক্রম খতিয়ে দেখে এই অভিযোগ জিইয়ে রাখার দরকার আছে কি না, জানতে চেয়েছিল আদালত ।
তদন্ত বন্ধের নির্দেশ: এ দিন আইনজীবীরা জানান, এই ব্যাপারে আদালত যা ভালো বুঝবে সেটা করা হোক । তারপরেই আদালত ওই এফআইআর খারিজ করে পরেশ রাওয়ালের বিরুদ্ধে যাবতীয় তদন্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল ।
আরও পড়ুন:বাঙালির মাছ খাওয়া নিয়ে তীর্যক মন্তব্য, পরেশকে স্বস্তি দিল হাইকোর্ট
বাঙালির মাছ খাওয়া নিয়ে তির্যক মন্তব্য: উল্লেখ্য, গুজরাতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রচারে সে রাজ্যে গিয়ে পরেশ রাওয়াল বলেন, "মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবে মানুষ ৷ কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু অথবা বাংলাদেশিরা এসে ওঠে, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন ? বাঙালিদের জন্য মাছ ভাজবেন ?" পরেশের এই মন্তব্যেই বিতর্ক দানা বাঁধে ৷
সমনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পরেশ:বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশের সমন পাঠিয়েছিল পরেশ রাওয়ালকে ৷ সেই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা ৷ গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে পরেশ রাওয়ালের ওই মন্তব্যের প্রতিবাদে কলকাতার তালতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
টুইটে ক্ষমা চেয়েছেন অভিনেতা: পরেশ রাওয়ালের বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে পরদিনই স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা পুলিশও । সেই অভিযোগের ভিত্তিতে গত 12 ডিসেম্বর সমন জারি করে লালবাজার । তবে হাজিরা দেননি পরেশ রাওয়াল । আরও 6 সপ্তাহ সময় চেয়ে নেন তিনি । এরই মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ জানান অভিনেতা ৷ তিনি টুইটের মাধ্যমে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁর মন্তব্যের জন্য ।
রায় না হওয়া পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ করা যাবে না বলে গত বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।