কলকাতা, 3 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পক্ষেই রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । ফলে বিচারপতি অমৃতা সিনহার রায় খারিজ হয়ে গেল ।
দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের 19 জন সিপিএম প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ মামলাকারী সিপিএমের একজন প্রার্থীর অভিযোগ ছিল হঠাৎ করেই তাঁদের নাম কমিশনের ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায় । সেই মামলায় বিচারপতি সিনহা রায় দিয়েছিলেন ভাঙড়ের 19 জন সিপিএম প্রার্থীর মনোনয়ন ফের খতিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে ৷ সব ঠিক থাকলে তাঁদের ভোটেও লড়তে দিতে হবে ৷
সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন ৷ সোমবার সেই মামলায় সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ।
এর আগে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে 274টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের প্রার্থী জয়লাভ করায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা । বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ছাড়া প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় ৷ সেগুলোকে ইলেকশন পিটিশন হিসাবে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।
এছাড়াও বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে একাধিক মামলা দায়ের হয়েছিল বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়া এবং জমা দিলেও তা বাতিল করার অভিযোগে । বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছু মামলা ইলেকশন পিটিশন হিসাবে মামলা দায়ের করার নির্দেশ দিলেও কিছু মামলা কমিশনকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন । এদিন ডিভিশন বেঞ্চের রায়ের পর বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা আগামীতে ডিভিশন বেঞ্চে আপিল করতে উৎসাহ হারাবে বলেই মনে করছেন আইনজীবীরা ।
আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচন স্থগিতের দাবিতে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে