কলকাতা, 15 সেপ্টেম্বর : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয় । ডিলারদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অরিন্দম সিনহা আজ এই নির্দেশ দিয়েছেন । আদালত আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বিচারপতি । এদিকে, আজ থেকে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু করার কথা । স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের ৷
দুয়ারের রেশন প্রকল্পে ডিলারদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ পাশাপাশি, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ । ডিলারদের বক্তব্য ছিল গ্রাহকরা দোকানে এসে রেশন নেবেন সেটাই রীতি । পাশাপাশি, এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে বিপুল পরিবহন সংক্রান্ত খরচ বহন করতে হবে ডিলারদের । তাই এই প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি করুক আদালত ।
অন্যদিকে, রাজ্যের বক্তব্য ছিল এটা একটা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করেছে রাজ্য সরকার । সাফল্য পেলে ভবিষ্যতে এই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে । পাশাপাশি, বেশিরভাগ ডিলাররাই প্রকল্পের কোনও বিরোধিতা করেননি ৷ কারণ রাজ্য তাদের পরিবহন ও অন্যান্য খরচ দেবে । সব দিক খতিয়ে দেখে বিচারপতি সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছেন ।