কলকাতা, 17 নভেম্বর:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) উদ্দেশে অখিল গিরির (Akhil Giri) করা কুরুচিকর মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রুজু হয়েছে মামলা ৷ তেমনই একটি মামলায় সংশ্লিষ্ট মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও (Mamata Banerjee) কাঠগড়ায় তুলেছেন ৷ বৃহস্পতিবার সেই মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ দিল আদালত ৷
এই ঘটনা নিয়ে এখনও তপ্ত রাজ্য রাজনীতি ৷ বৃহৃস্পতিবার সংশ্লিষ্ট একটি মামলা শুনানির জন্য ওঠে হাইকোর্টে ৷ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হয় মামলাটির ৷ মামলাকারীর আবেদন শোনার পর বিচারপতিরা এই ঘটনায় অখিল গিরিকে আদালতে হলফনামা পেশ করে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দেন ৷ আগামী 12 ডিসেম্বর এই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ অন্যদিকে, ইতিমধ্য়েই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সেই তদন্ত কতদূর গড়াল, তাও রিপোর্ট আকারে পেশ করে জানানোর নির্দেশ দিয়েছে আদালত ৷ যদিও অখিল গিরির আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, তাঁর মক্কেল কোনও ধরনের প্রতিশোধ স্পৃহা থেকে এই ধরনের মন্তব্য করেননি ৷