কলকাতা, 16 অগস্ট: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারণ করা স্কুল শিক্ষককে পুনর্নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court directs re appoint Murshidabad school teacher)৷ এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ 'এই রাজ্যে টাকা না দিলে চাকরি হয় না ।'
মুর্শিদাবাদের বাসিন্দা মিরাজ শেখ নামে এক ব্যক্তিকে আগামী ছয় মাসের মধ্যে পুনরায় নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মিরাজ শেখ ইংরেজি সাহিত্যে অনার্স-সহ 45 শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন । 2020 সালে তিনি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক স্কুলে চাকরিতে নিযুক্ত হন । কিন্তু জেনারেল ক্যাটেগরি প্রার্থীদের জন্য ন্যূনতম 50 শতাংশ নম্বর বাধ্যতামূলক, এই যুক্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁকে চাকরি থেকে অপসারণ করে ।
আরও পড়ুন :সরকারি চাকরির ভুয়ো নিয়োগপত্র ! অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে