পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: আবারও ধাক্কা রাজ্যের, দমকলে নিয়োগে প্রার্থীতালিকা বাতিলের নির্দেশ আদালতের - নিয়োগ দুর্নীতি

আবারও কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার ৷ বাতিল হয়ে গেল দমকলের অপারেটর (Fire Operator) পদে নিয়োগের পুরনো প্রার্থীতালিকা ৷

Calcutta High Court directs to dismiss previous panel for Fire Operator job
প্রতীকী ছবি ৷

By

Published : Dec 23, 2022, 4:41 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর:এবার দমকল বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রেও আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ শুক্রবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দেয়, দমকলের অপারেটর (Fire Operator) পদে নিয়োগের ক্ষেত্রে আগের প্যানেল বাতিল করতে হবে ৷ এদিন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, চাকরিপ্রার্থীদের যে তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, তা কার্যকর করা যাবে না ৷ বদলে নিয়োগতালিকা তৈরির নতুন 'গাইড লাইন' বেঁধে দিল আদালত ৷ সেই গাইড লাইন মেনেই পাবলিক সার্ভিস কমিশনকে এই প্রক্রিয়া ফের শুরু করতে হবে ৷

তার আগে এ নিয়ে যাঁর যা অভিযোগ রয়েছে, আগামী সাতদিনের মধ্যেই তা শুনে নিতে হবে ৷ খুলতে হবে একটি পোর্টাল ৷ সংশ্লিষ্ট সাতদিনের পরবর্তী 15 দিনের মধ্যে সমস্ত সমস্যা এবং অভিযোগের মীমাংসা করে ফেলতে হবে ৷ তারপর থেকে নতুন তালিকা তৈরি-সহ আরও যা যা কাজ বাকি থাকবে, তার সমস্তটা শেষ করতে হবে মোট দু'মাসের মধ্যে (প্রথম সাতদিন এবং পরের 15 দিন এই দুই মাসের মধ্যেই পড়ছে) ৷

2018 সালের জুন মাসে 1 হাজার 500 জন ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ ওই বছরই এই পদে লিখিত পরীক্ষা দেন চাকরিপ্রার্থীরা ৷ পরে তাঁদের ইন্টারভিউ নেওয়া হয় ৷ কিন্তু, এক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ট্রাইবিউন্যালে মামলা রুজু করেন কয়েকজন চাকরিপ্রার্থী ৷ সেই মামলাটিই পরে হাইকোর্টে ওঠে ৷

আরও পড়ুন:কল্যাণময়ের জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের উপর ক্ষোভ প্রকাশ হাইকোর্টের

অভিযোগ, উপযুক্ত শংসাপত্র না থাকা সত্ত্বেও খেলোয়াড়দের জন্য সংরক্ষিত আসনে বহু চাকরিপ্রার্থীর নাম ঢুকিয়ে দেওয়া হয় ৷ মামলাকারীদের দাবি, অন্য়ান্য সংরক্ষিত তালিকাতেও সাধারণ প্রার্থীদের নাম ঢোকানো হয়েছে ৷ এমনকী, লিখিত পরীক্ষার পর হওয়া ইন্টারভিউয়ে বেশ কিছু চাকরিপ্রার্থীকে বাড়তি নম্বর পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ যদিও রাজ্যের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় ৷ কিন্তু, শুক্রবার আদালতের নির্দেশ রাজ্যের বিরুদ্ধেই গেল ৷ এর জেরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একটি নিয়োগ প্রক্রিয়া (WB Recruitment Scam) নিয়ে ব্যাকফুটে চলে গেল রাজ্য সরকার ৷ ওয়াকিবহাল মহলের একাংশ অন্তত এমনটাই মনে করছে ৷

ABOUT THE AUTHOR

...view details