পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: 494 জন হেলথ অ্যাসিস্ট্যান্টকে নিজের জেলায় নিয়োগপত্র দিতে নির্দেশ হাইকোর্টের - হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

গত বছর নিয়োগ পাওয়া 494 জন হেলথ অ্যাসিস্ট্যান্টকে তাঁদের নিজের জেলায় নিয়োগের ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য দফতরকে বিবেচনা করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ৷

Calcutta High Court
Calcutta High Court

By

Published : May 29, 2023, 3:26 PM IST

কলকাতা, 29 মে:গত বছর নিয়োগ পাওয়া 494 জন হেলথ অ্যাসিস্ট্যান্টকে তাঁদের নিজের জেলায় নিয়োগের ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে রাজ্যের স্বাস্থ্য দফতরকে বিবেচনা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি কৃষ্ণা রাও সোমবার এই নির্দেশ দিয়েছেন ।

স্বাস্থ্য দফতর চলতি বছরে হেলথ অ্যাসিস্ট্যান্ট মহিলা পদে প্রায় 500 জন নতুন কর্মীকে নিয়োগ করে ৷ তাঁদের বিধিমতো নিজের নিজের জেলায় নিয়োগ করা হয়েছে । কিন্তু গত বছর নিয়োগ পাওয়া 494 জনকে সেই সুবিধা থেকে বঞ্চিত করে ভিন জেলায় নিয়োগ করা হয়েছিল ৷ এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্মীরা ।

সোমবার এই মামলায় দু পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, স্বাস্থ্যসচিব মামলাকারীদের নিজের জেলায় নিয়োগ দেওয়ার ব্যাপারটি তিন সপ্তাহের মধ্যে মানবিক ভাবে বিবেচনা করবেন । মামলাকারীদের স্বাস্থ্য দফতরের কাছে আবেদন করতে বলেছেন বিচারপতি ৷ স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, প্রথম বছর নিজের জেলা বা পাশের জেলায় নিয়োগ দিতে হবে । এক বছর পরে তাঁরা নিজের জেলায় বদলি চেয়ে আবেদন করতে পারবেন ।

উল্লেখ্য, গত বছর নিয়োগের পরেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি মামলা । আদালত নির্দেশ দেয়, মামলাকারীকে নিজের জেলায় পোস্টিং দিতে হবে । ইতিমধ্যে নতুন নিয়োগপ্রাপ্তদের সবাইকে নিজের জেলায় কর্মস্থল দেওয়া হয়েছে । বাধ্য হয়ে গত বছরের নিযুক্তরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন ।

মামলাকারীদের প্রশ্ন, গত বছর যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের নিজের জেলায় নিয়োগ না দিয়ে নতুন 500 জন হেলথ অ্যাসিস্ট্যান্টকে কীভাবে দেওয়া হল হোমটাউন পোস্টিং ? আজ দুপুর 2টোয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে জরুরি ভিত্তিতে এই মামলাটির শুনানি হয় । বিচারপতি তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিবেচনা করার জন্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন:মালদায় শুভেন্দু অধিকারীর জনসভার আবেদন খারিজ করল হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details