কলকাতা, 23 জুন: রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত আদালতের নির্দেশ ঠিকঠাক মানছে কি না, তা জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী 28 জুন এই মামলার ফের শুনানি হবে । তার আগেই কমিশনকে এই হলফনামা জমা দিতে হবে ৷
এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানি হয় ৷ সেখানে রাজ্য নির্বাচন কমিশনের তরফে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত ৷ তিনি বলেন, ‘‘আদালতের নির্দেশ মতো এখনও পর্যন্ত 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে । তার মধ্যে 315 কোম্পানি অনুমোদন দেওয়া হয়েছে ।’’
তিনি আরও বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশন একটা স্বাধীন নিরপেক্ষ সংস্থা । নির্বাচনের আগেই কমিশনের ভূমিকা নিয়ে কিছু বলা কতটা যথাযথ, তা আদালতের খতিয়ে দেখা উচিত । বাকি 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্যও আবেদন জানানো হয়েছে ।’’ তবে আদালতের বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশনের যদি মনে হয় যে এই বাহিনী যথেষ্ট নয় ৷ তাহলে তারা যেন আরও বাহিনী চাইতে দেরি না করে ৷
আরও পড়ুন:274টি পদে কোনও বিরোধী প্রার্থীর মনোনয়ন জমা দিতে ইচ্ছে হয়নি ? বিস্মিত প্রধান বিচারপতি