কলকাতা, 27 জুলাই:রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক বদলির নিয়ম ফের চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এর আগে এই নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে রাজ্য সরকার গাইডলাইন তৈরি করেছিল । সেই গাইডলাইনে স্কুল সার্ভিস কমিশনের 10সি ধারায় বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল ডিভিশন বেঞ্চে । তাতে বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বদলির সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশ দেয় । ডিভিশন বেঞ্চ মামলার চূড়ান্ত শুনানির পর বৃহস্পতিবার নির্দেশে জানিয়েছে যে, 10সি ধারায় বিধিভঙ্গ হয়নি । এই ধারা সাংবিধানিক ভাবে বৈধ ।
উল্লেখ্য, এই ধারার বলে স্কুল সার্ভিস কমিশন প্রয়োজন মনে করলে কোনও শিক্ষককে প্রশাসনিক বদলির নির্দেশ দিতে পারে । গত 20 জানুয়ারি রাজ্যে শিক্ষক বদলিতে কড়া নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । নির্দেশে বলা হয়, শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য হবে গাইডলাইন । ইচ্ছেমতো জায়গায় চাইলেই বদলি পাবেন না শিক্ষকরা ৷ বরং শিক্ষা দফতরের ইচ্ছাতেই চলতে হবে শিক্ষকদের । এই আইনে যে কোনও শিক্ষককে নিজেদের ইচ্ছেমতো জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর ।
আরও পড়ুন:শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের