পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক বদলি ফের চালু করার নির্দেশ হাইকোর্টের - সরকারি ও সরকার পোষিত স্কুল

Calcutta HC on Teacher Transfer Case: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক বদলি ফের চালু করার জন্য শিক্ষা দফতরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Jul 27, 2023, 6:50 PM IST

কলকাতা, 27 জুলাই:রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক বদলির নিয়ম ফের চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এর আগে এই নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে রাজ্য সরকার গাইডলাইন তৈরি করেছিল । সেই গাইডলাইনে স্কুল সার্ভিস কমিশনের 10সি ধারায় বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল ডিভিশন বেঞ্চে । তাতে বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বদলির সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশ দেয় । ডিভিশন বেঞ্চ মামলার চূড়ান্ত শুনানির পর বৃহস্পতিবার নির্দেশে জানিয়েছে যে, 10সি ধারায় বিধিভঙ্গ হয়নি । এই ধারা সাংবিধানিক ভাবে বৈধ ।

উল্লেখ্য, এই ধারার বলে স্কুল সার্ভিস কমিশন প্রয়োজন মনে করলে কোনও শিক্ষককে প্রশাসনিক বদলির নির্দেশ দিতে পারে । গত 20 জানুয়ারি রাজ্যে শিক্ষক বদলিতে কড়া নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । নির্দেশে বলা হয়, শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য হবে গাইডলাইন । ইচ্ছেমতো জায়গায় চাইলেই বদলি পাবেন না শিক্ষকরা ৷ বরং শিক্ষা দফতরের ইচ্ছাতেই চলতে হবে শিক্ষকদের । এই আইনে যে কোনও শিক্ষককে নিজেদের ইচ্ছেমতো জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর ।

আরও পড়ুন:শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

শিক্ষা দফতরকে সাতদিনের মধ্যে এই নির্দেশ পালন করে গাইডলাইন বানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু । সঙ্গে সঙ্গে শিক্ষা দফতর গাইডলাইনও বানায় । তারপরই এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শিক্ষকরা । বিচারপতি বসু তাঁর নির্দেশে এও বলেছিলেন, কোনও শিক্ষক যদি এই নির্দেশ পালন না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে শিক্ষা দফতরর ।

পুরুলিয়ার এক স্কুলের শিক্ষক বদলি মামলায় হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল । পুরুলিয়ার একটি স্কুলের শিক্ষক কলকাতার একটি স্কুলে বদলি পাওয়ার আবেদন জানানোয় ক্ষুব্ধ বিচারপতি বলেন, "ভালো করে ছাত্রদের পড়াতে বলুন । আমি কোনও বদলির নির্দেশ দেব না ।"

বিচারপতি বিশ্বজিৎ বসু এই বদলি মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাতও জানতে চেয়েছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা হয় । এ দিন ডিভিশন বেঞ্চ রাজ্যের তৈরি রুলকেই সাংবিধানিক বৈধতা দিল বলা যায় ।

ABOUT THE AUTHOR

...view details