পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলদায় মাওবাদী হামলার বিচার এক বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের - শিলদা মাওবাদী হামলা

4 জানুয়ারি বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদনের শুনানি হয় । ডিভিশন বেঞ্চ CID-র কাছে রিপোর্ট তলব করে ৷ ওই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, বিচারের জন্য সাক্ষী পাওয়া গিয়েছে কি না, তা জানতে রিপোর্ট তলব করা হয় ৷ মঙ্গলবার হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেয় CID ।

Shildah camp attack
শিলদা মাওবাদী হামলার বিচার প্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করা নির্দেশ হাইকোর্টের

By

Published : Jan 28, 2020, 7:50 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: শিলদায় CRPF ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় নিম্ন আদালতে যে মামলা চলছে, তা এক বছরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে ৷ 2010 সালের ফেব্রুয়ারিতে শিলদা ক্যাম্পে মাওবাদী হামলায় 24 জন জওয়ান শহিদ হন ৷ সেই ঘটনায় 26 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ ৷ তাঁদের মধ্যে অন্যতম অর্ণব দাম ছয় বছর জেলে থাকার পর কয়েক মাস আগে জামিন পান কলকাতা হাইকোর্ট থেকে ৷ তারপর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান ওই মামলায় অভিযুক্ত ইন্দ্রজিৎ কর্মকার ,তারা হেমব্রম ও সনাতন সরেন । তাঁদের দাবি, একই মামলায় অর্ণব দাম জামিন পেলে তাঁদেরও জামিন দিতে হবে ৷

14 জানুয়ারি বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদনের শুনানি হয় । ডিভিশন বেঞ্চ CID-র কাছে রিপোর্ট তলব করে ৷ ওই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, বিচারের জন্য সাক্ষী পাওয়া গিয়েছে কি না, তা জানতে রিপোর্ট তলব করা হয় ৷ মঙ্গলবার হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেয় CID ।

রিপোর্ট অনুসারে ইন্দ্রজিৎ কর্মকারের বিরুদ্ধে সাক্ষী না পাওয়া গেলেও তারা হেমব্রম ও সনাতন সোরেনকে সাক্ষীরা আদালতে চিহ্নিত করেছে ৷ রিপোর্ট খতিয়ে দেখার পর ডিভিশন বেঞ্চ ইন্দ্রজিৎ কর্মকারের জামিন মঞ্জুর করে । পাশাপাশি নিম্ন আদালতকে এক বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় ৷ বিচার প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্য পুলিশের DG-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

ABOUT THE AUTHOR

...view details