কলকাতা, 1 নভেম্বর: বাঁকুড়ার মোহিনী মোহন ক্লাবের মাঠে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুমতি দিলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ওই ক্লাবের মাঠে বুধবার বিকেল 5টার সময় বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করার কথা ছিল । সেখানে ইতিমধ্যে কর্মী-সমর্থকরা হাজির হয়েছেন, অনুমতি না দিলে আর্থিক ক্ষতি হবে বলে জানানো হয় বিজেপির তরফে । কিন্তু পুলিশ জানায়, এ দিন ওই মাঠে অন্য একটি অনুষ্ঠান হচ্ছে । মাঠে প্রবেশের ও বেরোনোর দু’টি মাত্র গেট । ফলে কোনোরকম অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে পদপিষ্ট হয়ে মারা যেতে পারেন লোকজন । পুলিশের এই যুক্তি শোনার পর সভার অনুমতি না দেওয়ার কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । উল্লেখ্য, ওই সভায় শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা ছিল ৷
মামলাকারী বিজেপি কর্মীর তরফে অভিযোগ করা হয়, কোনও সভা-সমাবেশ করতে গেলে তাঁদের অনুমতি দেয় না পুলিশ-প্রশাসন । অথচ রাজ্যের শাসক দল এক ঘণ্টার মধ্যে তারা সভা-সমাবেশ অনুমতি পেয়ে যায় । জ্বলন্ত প্রমাণ রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি করতে একঘণ্টার মধ্যে পুলিশ অনুমতি দিয়ে ছিল ।
এ দিন অনুমতি কেন দেওয়া হচ্ছে না, তা জানতে চেয়ে বাঁকুড়া জেলার এসপিকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । এসপি আদালতে জানান, 28 অক্টোবর আবেদন মেল করা হয় । 30 অক্টোবর আবেদন পত্র জমা দেওয়া হয়েছে । পুলিশ সুপার আরও জানান, সবে পুজো গেল । পুলিশ দিন-রাত এক করে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন । অনেকে ছুটিতে বাড়িতে গিয়েছেন । এই মুহূর্তে এই অনুষ্ঠানে নিরাপত্তা সুনিশ্চিত করতে যে পরিমাণে পুলিশের প্রয়োজন, তা দেওয়া সম্ভব নয় । পরে হলে নিশ্চই পুলিশ বিষয়টি দেখবে ।