পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Bengal Violence: রিষড়া ও হাওড়ায় প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিক রাজ্য, পরামর্শ কলকাতা হাইকোর্টের - কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিতে পারে রাজ্য

রাজ্যে অশান্তি নিয়ে শুনানি কলকাতা হাইকোর্টে ৷ হুগলির রিষড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল আদালত ৷ প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিতে পারে রাজ্য, পরামর্শ কলকাতা হাইকোর্টের ৷

HC on Rishra Violence
HC on Rishra Violence

By

Published : Apr 5, 2023, 12:24 PM IST

Updated : Apr 5, 2023, 1:55 PM IST

কলকাতা, 5 এপ্রিল: হাওড়া ও হুগলির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য রাজ্য সরকার চাইলে নিতে পারে ৷ বুধবার রাজ্যকে এমনই পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চে । সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে ৷

এদিন আদালত জানিয়েছে, হাওড়া ও রিষড়ায় কোনও অস্বাভাবিক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তার জন্য রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবে ৷ সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পরামর্শ বলে আদালত জানিয়েছে ৷ পাশাপাশি আজ থেকেই পুলিশকে রুট মার্চের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে ।

এদিন এই নিয়ে দু’দফায় শুনানি হয় ৷ প্রথম দফায় অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ তখন তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে রাজ্য কী ব্যবস্থা নিয়েছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য কী পদক্ষেপ করেছে ৷ বেলা 12টার সময় পরবর্তী শুনানির নির্দেশ দেওয়া হয় । তখন রাজ্যকে নিজেদের বক্তব্য জানাতে বলা হয় । সেই সময় রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়৷

এদিকে এদিন প্রথম দফার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘‘সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখাচ্ছে । যার থেকে পরিস্থিতি স্বাভাবিক নয়, তা বোঝা যাচ্ছে । ডায়মন্ড হারবারের নিম্ন আদালতের বিচারক কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি রিষড়ার লোক । গতকালও দেখেছেন রিষড়ায় সমাজবিরোধীরা দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে । সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু নেই ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, "30 তারিখের ঘটনার পর হুগলি (রিষড়া) ও শ্রীরামপুরের পুলিশ কমিশনারেট এলাকায় 4 এপ্রিল 144 ধারা জারি করা হয় । সাপ্লিমেন্টারি হলফনামায় পুলিশ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, তাতে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে তারা ব্যর্থ, তা স্পষ্ট । গতকাল হাওড়ার শিবপুরেও পরিস্থিতির অবনতি হয়েছিল ।’’

শুনানিতে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী জানান, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার । আগামী শুক্র, শনিবার ও রবিবার ছুটি এই সময়ে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে । সেটা যাতে প্রতিরোধ করা যায় । তখন প্রধান বিচারপতি বলেন, ‘‘রাজ্য যদি চায় তাহলে তারা কেন্দ্রীয় বাহিনী নিতে পারে ।’’

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘মিছিলের রুট নির্দিষ্ট করে ব্যারিকেড করে দেওয়ার পরামর্শ দিচ্ছে আদালত ৷ সেটা খুবই ভালো । কিন্তু হাওড়ায় যে ঘটনা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে, পরিকল্পনা করে ছাদের উপর থেকে পাথর ছোড়া হয়েছে । রাজনৈতিক নেতৃত্বরা যেভাবে উস্কানিমূলক মন্তব্য করে এই সব ক্ষেত্রে সেটার উপর বিধিনিষেধ আরোপ করা দরকার ।’’

আরও পড়ুন:দাঁড়িভিট স্কুলে দুই ছাত্রের মৃত্যুতে দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

Last Updated : Apr 5, 2023, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details