পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: পরবর্তী নির্বাচন পর্যন্ত কি পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি হবে, ক্ষোভ প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির

Chief Justice annoyed on case-related panchayat elections 2023: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ ভোট পর্ব মিটে যাওয়ার দেড়মাস পরও একাধিক মামলা চলছে ৷ এই নিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷

Calcutta High Court Chief Justice
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 12:40 PM IST

কলকাতা, 24 অগস্ট: পঞ্চায়েত নির্বাচন একের পর এক মামলা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ বৃহস্পতিবার আবারও ক্ষোভ প্রকাশ করলেন তিনি ৷ বললেন, ‘‘পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি আমরা পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা শুনব ?’’

মূলত, আইনজীবীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি । তিনি বলেন, ‘‘আপনারা অন্তত কিছুটা তৈরি হয়ে তারপর আসুন । পাঁচ-ছ’টা খববের কাগজের কাটিং এনে মামলা হচ্ছে ? কিছু সিনিয়র আইনজীবী অবশ্য আছেন, তাঁদের কথা বাদ দিচ্ছি । কিন্তু বাকিরা কী করছে ? নয় নির্বাচন বাতিল করুন, নির্বাচন কমিশনারকে অপসারণ করার নির্দেশ দিন ।’’ কিছু তো যুক্তিসঙ্গত তথ্য নিয়ে আদালতে আসুন । আদালত চায় না আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই মামলা শুনতে । শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আদালত শুনবে ।’’

এ দিন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত ভোট সংক্রান্ত 26টি মামলা ছিল শুনানির জন্য । তাতে দেখা যায় আইনজীবীরা কেউ বলছেন, তাঁদের মামলার শুনানি সম্পূর্ণ হয়ে গিয়েছে । কেউ বলছেন, অপরপক্ষ তাঁদের এখনও মামলার কপি দেয়নি । ফলে মামলার শুনানি এখনও হয়নি ।

পাশাপাশি বেশ কয়েকটি মামলায় রাজ্য, নির্বাচন কমিশন ও মামলাকারীরা হলফনামা জমা দিয়েছেন এ দিন আদালতে । হলফনামা পরস্পরের মধ্যে আদান-প্রদান করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি । তিনি জানান, 26টি মামলা এই ভাবে শুনতে হলে পরবর্তী নির্বাচন চলে আসবে । সেই জন্য মূল কয়েকটি মামলা তিনি শুনবেন । বাকিগুলো অন্য মামলার সঙ্গে জুড়ে দেওয়া হবে । আগামী 18 সেপ্টেম্বর সমস্ত মামলার চূড়ান্ত শুনানি করা হবে ।

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে দামামা বাজার পর থেকেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো । নির্বাচন দিনক্ষণ পরিবর্তন থেকে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে নির্দেশ দেওয়ার দাবি-সহ মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবিতে একের পর এক জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে ।

আরও পড়ুন:পঞ্চায়েত মামলা শুনতে শুনতে এবার বিরক্তি প্রকাশ বিচারপতি অমৃতা সিনহার

পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে দেড় মাস আগে । এখনও এই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা শুনতে গিয়ে এর আগেও একাধিকবার বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি । পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে অন্য মামলা শোনা হচ্ছে না । সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অনুযোগ করেছিলেন প্রধান বিচারপতি । এ দিন সেই ক্ষোভের সুর ফের প্রকাশ পেল প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের গলায় । সেই জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা ছাড়া বাকি মামলা শুনতে তিনি আর আগ্রহী নন বলে সাফ জানালেন এ দিন ।

ABOUT THE AUTHOR

...view details