কলকাতা, 5 ডিসেম্বর: রাজ্যের এ বছরের এমবিবিএস মেধাতালিকা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । দুঃস্থ শ্রেণীর জন্য 10 শতাংশ কোটার নির্দেশ কার্যকর না-হওয়ায় সোমবার হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় এই নির্দেশ দেন । এর ফলে রাজ্যে সরকারি কোটায় চিকিৎসক নিয়োগে জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে ৷
এই তালিকা বাতিল করে রাজ্য স্বাস্থ্য দফতরকে আগামী সাতদিনের মধ্যে বিধি মেনে নতুন মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta HC cancels MBBS merit list) । উল্লেখ্য, এমবিবিএসে কোটায় নিয়োগ ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে । শাসকদলের এক রাজ্যসভার সাংসদের মেয়ে কোটায় এমবিবিএস (MBBS) পড়ার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে ।