পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে চিঠি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের - সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন

কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়েছে ৷ চিঠিতে জানানো হয়েছে, অন্যান্য রাজ্যের প্রাকটিস করা আইনজীবীদের মেধা নিয়ে প্রশ্ন তোলার কোনও অধিকার নেই সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের । পাশাপাশি, যে প্রস্তাব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া হয়েছে তা সংবিধানবিরোধী ।

কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন
কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন

By

Published : Jun 22, 2021, 7:32 PM IST

কলকাতা 22 জুন : রাজ্যের হাইকোর্টগুলোতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রস্তাবের বিরোধিতা করে দেশের প্রধান বিচারপতিকে চিঠি পাঠাল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন । 31 মে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে । প্রস্তাবের মূল বিষয় হল সুপ্রিম কোর্টে যে সমস্ত আইনজীবীরা প্র্যাকটিস করেন, তাঁদের মধ্যে থেকেই বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলোতে বিচারপতি নিয়োগ করা হোক । যুক্তি হিসেবে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে যে সমস্ত আইনজীবীরা প্র্যাকটিস করেন, তাঁরা নাকি বেশি মেধাবী । সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এই বক্তব্যে ইতিমধ্যেই গোটা দেশের আইনজীবী মহল অত্যন্ত ক্ষুব্ধ । প্রতিবাদ জানাচ্ছেন আইনজীবীরা । সেই প্রতিবাদেই আজ সামিল হল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা । কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তিনটি শাখা সমবেতভাবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়েছে আজ ।


সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওই প্রস্তাব গ্রহণ করেছেন এবং তিনি দেশের বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন ।

আরও পড়ুন,হাইকোর্টে ধাক্কা রাজ্যের, ভোট-পরবর্তী হিংসা মামলায় পুনর্বিবেচনার আর্জি খারিজ


কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়েছে ৷ চিঠিতে জানানো হয়েছে, অন্যান্য রাজ্যের প্রাকটিস করা আইনজীবীদের মেধা নিয়ে প্রশ্ন তোলার কোনও অধকার নেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের । পাশাপাশি, যে প্রস্তাব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া হয়েছে তা সংবিধানবিরোধী । এবং একইসঙ্গে অযৌক্তিক । প্রধান বিচারপতি যেন অবিলম্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এই প্রস্তাবকে বাতিল করেন ।

ABOUT THE AUTHOR

...view details