কলকাতা, 7 ফেব্রুয়ারি : আসন্ন পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মনোভাব জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court asks State Election Commission to submit report on central force deployment) । বুধবার সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে এবিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে । পাশাপাশি, সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটারকে সেখানকার বুথে পোলিং এজেন্ট করতে হবে এই দবিতে হাইকোর্টে আরেকটি মামলা করেছেন মৌসুমী রায় নামে এক আবেদনকারী ৷ রাজ্যের 108টি পৌরসভায় আগামী 27 ফেব্রুয়ারি যে পৌরভোট হওয়ার কথা, তার ফলাফল ঘোষণার দিন এখনও জানায়নি কমিশন ৷ ওই সবকটি পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা যেন একসঙ্গে হয়, সেই আর্জিও এই আবেদনে করা হয়েছে ৷
এর আগে কলকাতা পৌরনিগমের ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিল রাজ্য বিজেপি ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট শেষ মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের কোর্টে বল ঠেলে দিয়ে, এই বিষয়ে নির্বাচন কমিশনকেই পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দিয়েছিল । সোমবার ছবি বসু নামে সল্টলেকের এক মহিলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান, সল্টলেকের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে আগামী 12 ফেব্রুয়ারি বিধাননগর পৌরনিগমের যে ভোট হবে, তা যেন কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে করা হয় । আবেদনকারীর বক্তব্য, এলাকার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছাড়া শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ।