কলকাতা, 17 এপ্রিল: ডিএ মামলায় মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দুই পক্ষকে আলোচনায় বলতে বলল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । আগামী 10 দিনের মধ্যে আলোচনার দিনক্ষণ ঠিক করার কথা বলা হয়েছে । সেই বৈঠকে কর্মচারীদের পাঁচজন প্রতিনিধিকে থাকতে বলা হয়েছে । কিন্তু একে আদালতের নির্দেশ হিসেবে না দেখে, পর্যবেক্ষণ হিসাবে গ্রহণ করতে বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির । কারণ বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ।
গত 6 এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুপক্ষকে আলোচনায় বসার মৌখিক নির্দেশ দিয়েছিল । সেই ব্যাপারে সোমবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, লিখিত নির্দেশ দরকার নেই । কর্মচারীদের পাঁচজন প্রতিনিধি মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে বসুন । যাতে বাজেটে এই অর্থ বরাদ্দ করার বিষয়ে আলোচনা হয় ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আদালতে উপস্থিত কর্মচারী সংগঠনের নেতা ভাস্কর ঘোষের উদ্দেশে বলেন, সরকারি কর্মচারীরা বার বার যে ভাবে কর্মবিরতি আন্দোলনের ডাক দিচ্ছেন তা উষ্মার বিষয় ৷ শান্তিপূর্ণ ভাবে যাতে সমস্যার সমাধান করা যায়, সেই চেষ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে সব পক্ষকে ।