কলকাতা, 13 ডিসেম্বর : নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত না মৃত, এ ব্যাপারে রহস্য এখনও উদঘাটিত হয়নি । নেতাজি নিয়ে অবস্থান স্পষ্ট করতে এবার কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আগামী আট সপ্তাহের মধ্যে এই বিষয়ে আদালতে হলফনামা পেশ করতে হবে ৷ আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ নেতাজির অন্তর্ধান নিয়ে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে এমন নির্দেশ দিয়েছে আদালত ৷ এর পাশাপাশি ভারতীয় টাকায় নেতাজির ছবি রাখা যাবে কি না, এই বিষয়টিও হলফনামায় উল্লখ করতে বলা হয়েছে ৷
কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলাটি করেছেন নিউটাউনের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী হরেন্দ্রনাথ বাগচী ৷ এর পাশাপাশি তাঁর দাবি ছিল, ভারতীয় মুদ্রায় নেতাজির ছবি ব্যবহার করার নির্দেশ দিক কেন্দ্র ৷ মামলাটি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ওঠে ৷ আজ ছিল সেই মামলার শুনানি ৷ কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর জানান, এই বিষয়ে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে সময় দেওয়া হোক ৷ এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, আট সপ্তাহের মধ্যে এই ব্যাপারে হলফনামা দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে কেন্দ্রকে ৷