কলকাতা, 6 সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীর দলবদলের পরেই কি তাঁর অপরাধের সংখ্যা বেড়ে গেল ? এবার রাজ্যকে অস্বস্তিতে ফেলে প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকার 27টি এফআইআর দায়ের করেছিল । সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা রক্ষাকবচ দিয়ে নির্দেশ দিয়েছিলেন বিরোধী দলনেতাকে গ্রেফতার করা যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া । পাশাপাশি তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে ।
সেই সংক্রান্ত মামলায় বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, "তিনি (শুভেন্দু অধিকারী) যখন আপনাদের সঙ্গে ছিলেন, তখন কি কোনও অপরাধ করেননি ? দলবদলের পরেই এতগুলি অপরাধ ?" রাজ্যের তরফের আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় অবশ্য বলেন, "হতে পারে সেই সময় তিনি শৃঙ্খলাপরায়ণ ছিলেন । আজকে অপরাধ করছেন না মানে কাল করবেন না, তার তো কোনও মানে নেই ।"
একথা শুনে বিচারপতির পালটা টিপ্পনি, "এটাও হতে পারে আপনারা তাঁকে আড়াল করছিলেন । দলবদলের আগে মাত্র একটি অপরাধের অভিযোগ । আর দলবদলের পরেই অল্প সময়ের মধ্যে 27টি অভিযোগ । এই পরিসংখ্যান কিন্তু আপনাদের বিপক্ষে যেতে পারে ।"
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের যুক্তি সাজিয়ে বলেন, "আমি বিরোধী শিবিরে চলে গিয়েছি মানেই আমার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, এই যুক্তি গ্রহণযোগ্য নয় । শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা হিসাবে পাঁচটি জায়গায় গিয়ে পাঁচবার গন্ডগোল করেন, তাহলে আমরা কী করব ? কোনও পদক্ষেপ করব না ?"