পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওরা কি শুধু বিক্রি করতে বসে রয়েছে ? ট্রাম পরিষেবা নিয়ে নেতিবাচক মনোভাবে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

Negative Attitude of Transport Department Regarding Tram Service: ট্রাম পরিষেবা নিয়ে কর্তৃপক্ষের নেতিবাচক মনোভাবে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ কর্মীদের বেতনবৃদ্ধি না করা ও বেহাল পরিষেবা নিয়ে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনায় সরব হলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:19 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: ট্রাম কতৃপক্ষ খালি ট্রাম বিক্রি করতে বসে রয়েছে ? কর্মচারীদের বেতন দেওয়া বা কি করে পুনরায় ভালো পরিষেবা দেওয়া যায়, সে ব্যাপারে কোনও চিন্তাভাবনাই কি নেই তাদের ? কলকাতা শহরের ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার বেহাল দশা নিয়ে সোমবার এভাবে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷

কলকাতার ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল ৷ তারপর সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এ দিনের শুনানিতে সেই কমিটি কোনও বৈঠক করেছিল কিনা, তা জানতে চান প্রধান বিচারপতি ৷ মামলাকারীর আইনজীবী অনিন্দ্য লাহিড়ী আদালতে আজ বলেন, ‘‘আদালতের নির্দেশ অনুযায়ী দু’টি বৈঠক হয়েছে ৷ যে বৈঠকে কয়েকটি রুটে কলকাতা পুলিশ ট্রাম চালানোর বিরোধিতা করেছে ৷ যেখানে সহমত পোষণ করেছে কলকাতা ট্রাম কর্তৃপক্ষও ৷’’ তিনি অভিযোগের সুরে বলেন, ‘‘কোনও বিশেষজ্ঞদের দিয়ে পুরো বিষয়টি খতিয়ে না দেখেই এই আপত্তি তোলা হয়েছে ৷’’

যার পরেই কলকাতা পুলিশ ও ট্রাম কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আদালত জানিয়েছে, পুলিশ এভাবে ট্রাম চালানোর বিরোধিতা করতে পারে না ৷ ট্রাম রাজ্যের ঐতিহ্য ৷ অহেতুক বিতর্ক তৈরি না করে, একে রক্ষা করার কথা বলেন প্রধান বিচারপতি ৷ প্রয়োজনে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান বের করার পরামর্শ দেয় তিনি ৷ আর সেই কাজে গঠিত কমিটিকে উদ্যোগী হওয়ার কথা জানায় আদালত ৷ এমনকি কলকাতা পুলিশের আপত্তির কারণ কী ? তা খতিয়ে দেখে সমাধান বের করার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

আদালতের তরফে বলা হয়, ‘‘সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে যে কমিটি হয়েছে, সেখানে বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ জানানো হোক ৷ পিপিপি (সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ) মডেলে কিছু করা হোক ৷ না হলে পুরো উদ্যোগ নষ্ট হবে ৷ কমিটি প্রথমে ভাববে কীভাবে ট্রামকে আধুনিক করা যায় ৷ বসার আসন থেকে শুরু করে, ভিতরের খোলনলচে বদলে সমস্ত কিছু অত্যাধুনিক করতে হবে ৷ যাতে সব বয়সী যাত্রীদের আকর্ষিত করা যায় ৷ আদালত আশা করছে রাজ্য আগামী দিনে ফলপ্রসূ কিছু জানাবে ৷’’

18 জানুয়ারি কলকাতা হাইকোর্টের শীতকালীন ছুটির পর এ নিয়ে রাজ্য সরকারকে ইতিবাচক রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ অন্যদিকে, মামলাকারীর আইনজীবীর একাধিক অভিযোগে ট্রাম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে আদালত ৷

প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘‘ট্রাম কোম্পানি কী করছে ?’’ আইনজীবীদের তরফে জবাব আসে, ‘‘কর্তৃপক্ষ মাত্র একটি রুটে ট্রাম চালানোর পক্ষে ৷’’ যা শুনে প্রধান বিচারপতি ক্ষোভের সঙ্গে বলেন, ‘‘ওরা শুধু বিক্রি করার জন্য রয়েছে ? কর্মচারীদের বেতন ওরা দিতে পারবে না ? আনুমানিক কতগুলি ট্রাম প্রয়োজন হতে পারে চালানোর জন্য ?’’ আইনজীবীরা বলেন, ‘‘বহু ট্রাম প্রয়োজন ৷’’ যা শুনে ফের বিচারপতি পরামর্শ দেন, ‘‘যারা ট্রাম অপারেট করতে পারবে, এই ধরনের কোনও সংস্থার সঙ্গে কথা বলুন ৷ তারা পুরো বিষয়টি খতিয়ে দেখুক ৷ তারা কী করতে পারে দেখা যাক !’’

আরও পড়ুন:

  1. পরাধীনতার শিকল ভেঙে 77 বছরের স্বাধীনতা, কলকাতার ট্রাম দেখেছে সবটাই
  2. বাড়ছে পথ দুর্ঘটনা, বন্ধ রুটে ট্রাম লাইন তুলে দেওয়ার পরামর্শ ফিরহাদের
  3. মেট্রোর কাজের জন্য ফের বন্ধ হতে চলেছে কলেজস্ট্রিট- শ্যামবাজার রুটের ট্রাম

ABOUT THE AUTHOR

...view details