পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC Allows Job Seekers Rally: স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের মিছিলে অনুমতি হাইকোর্টের - চাকরি প্রার্থীদের মিছিল

স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ তবে 16 জানুয়ারির পরিবর্তে চলতি মাসের 18 তারিখ মিছিল করলে নির্দেশ দেওয়া হয়েছে (HC Allows Job Seekers Rally)৷

Calcutta High Court ETV Bharat news
কলকাতা হাইকোর্টের ছবি

By

Published : Jan 11, 2023, 5:27 PM IST

কলকাতা, 11 জানুয়ারি:স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের 10টি সংগঠনের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 16 জানুয়ারি কলকাতায় গঙ্গাসাগর যাত্রীদের ভিড় থাকার জন্য ওই দিন মিছিল না করে মিছিল করতে হবে 18 জানুয়ারি (HC Allows Job Seekers Rally)৷ এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ৷

বুধবার মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "প্রত্যেক মানুষেরই আন্দোলনের অধিকার আছে । তবে গঙ্গাসাগর মেলার জন্য অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না । 17 জানুয়ারির পর শহিদ মিনার গ্রাউন্ডে মিছিল করলে ট্র্যাফিকের কোনও সমস্যা হবে না ।"

বিচারপতি মান্থা বলেন, "আমিও ট্র্যাফিকের বাধা হোক তা চাই না । গঙ্গাসাগর মেলায় গোটা দেশ থেকে লোক আসে । মিছিল 17 জানুয়ারির পর করলে অসুবিধা কোথায় ?" চাকরি প্রার্থীদের তরফে আইনজীবী কৌস্তভ বাগচী তখন বলেন, "18 জানুয়ারি মিছিল করতে চাই । সে দিন তাহলে সম্মতি দেওয়া হোক ।

আরও পড়ুন:বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বয়কট উঠল !

সব পক্ষের বক্তব্য শেষে বিচারপতি নির্দেশ দেন, রানি রাসমনি রোডে 18 জানুয়ারি সভা করতে পারবেন চাকরি প্রার্থীরা । শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে । বেলা 11টা থেকে বিকেল 5 টা পর্যন্ত মিছিল বা সভা করা যাবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ উল্লেখ্য, রাজ্যের সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে গত সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করে চাকরি প্রার্থীদের 10টি সংগঠন । সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল আদালত ।

ABOUT THE AUTHOR

...view details