পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal: অনুব্রতর জামিন মামলায় বক্তব্য জানাতে সময় চাইল সিবিআই, মঞ্জুর হাইকোর্টের

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গত অগস্টে গ্রেফতার হন বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ তার পর থেকে তিনি জামিন পাননি ৷ বারবার জামিনের আবেদন খারিজ হয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৷ তাই জামিনের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই তৃণমূল নেতা ৷

calcutta-high-court-allows-cbi-time-to-respond-in-anubrata-mondal-bail-case
Anubrata Mondal: অনুব্রতর জামিন মামলায় বক্তব্য জানাতে সময় চাইল সিবিআই, মঞ্জুর হাইকোর্টের

By

Published : Nov 30, 2022, 1:55 PM IST

কলকাতা, 30 নভেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিন সংক্রান্ত মামলায় হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে সময় চাইল সিবিআই (CBI) । সিবিআইয়ের আর্জি মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । বুধবার আদালত জানিয়েছে, আগামী 16 ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে ।

এদিন অনুব্রত মণ্ডলের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল । তিনি বলেন, ‘‘এই মামলায় মূল অভিযুক্ত এনামুল হক সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে জামিন পেয়েছেন । বিএসএফ (BSF) আধিকারিক সতীশ কুমারও জামিন পেয়েছেন । অনুব্রত মণ্ডল প্রায় 110 দিন জেলে আছেন । চার্জশিট দাখিল হয়েছে । তিনি মূল অভিযুক্ত নন । তাঁর বিরুদ্ধে শুধু অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আছে ।’’

তারপরই বিচারপতি জয়মাল্য বাগচী অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলকে প্রশ্ন করেন, ‘‘কতগুলি মামলা আপনার মক্কেলের বিরুদ্ধে দায়ের হয়েছে ?’’ আইনজীবী উত্তর দেন, ‘‘দু’টি । একটি গরুপাচারের মূল মামলা ৷ আরেকটি পিএমএলএ (PMLA) মামলা ।’’ তখন বিচারপতি প্রশ্ন করেন, ‘‘পিএমএলএ মামলায় কতদিন জেলে আছেন ?’’ উত্তরে সিব্বল বলেন, ‘‘17 নভেম্বর থেকে ।’’ এই শুনে বিচারপতির মন্তব্য, ‘‘তাহলে একমাসও হয়নি ।’’

এরপরই হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে সময় দেওয়ার আর্জি জানায় সিবিআই । সময় মঞ্জুর করে আদালত । আগামী 16 ডিসেম্বর পরবর্তী শুনানি ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 11 অগস্ট অনুব্রত মণ্ডল গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে সিবিআই ৷ 14 দিন সিবিআই হেফাজতে থাকার পর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত ৷ তার পর থেকে তাঁর জামিন হয়নি ৷ ইতিমধ্যে ইডি (ED) তাঁকে গ্রেফতার করতে চেয়েছে ৷ তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আবেদন করেছেন অনুব্রত মণ্ডল ৷ অন্যদিকে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন ৷ জামিনের জন্যই তিনি কলকাতা হাইকোর্টে এই মামলা করেছেন ৷

আরও পড়ুন:জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

ABOUT THE AUTHOR

...view details