কলকাতা, 30 নভেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিন সংক্রান্ত মামলায় হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে সময় চাইল সিবিআই (CBI) । সিবিআইয়ের আর্জি মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । বুধবার আদালত জানিয়েছে, আগামী 16 ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে ।
এদিন অনুব্রত মণ্ডলের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল । তিনি বলেন, ‘‘এই মামলায় মূল অভিযুক্ত এনামুল হক সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে জামিন পেয়েছেন । বিএসএফ (BSF) আধিকারিক সতীশ কুমারও জামিন পেয়েছেন । অনুব্রত মণ্ডল প্রায় 110 দিন জেলে আছেন । চার্জশিট দাখিল হয়েছে । তিনি মূল অভিযুক্ত নন । তাঁর বিরুদ্ধে শুধু অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আছে ।’’
তারপরই বিচারপতি জয়মাল্য বাগচী অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলকে প্রশ্ন করেন, ‘‘কতগুলি মামলা আপনার মক্কেলের বিরুদ্ধে দায়ের হয়েছে ?’’ আইনজীবী উত্তর দেন, ‘‘দু’টি । একটি গরুপাচারের মূল মামলা ৷ আরেকটি পিএমএলএ (PMLA) মামলা ।’’ তখন বিচারপতি প্রশ্ন করেন, ‘‘পিএমএলএ মামলায় কতদিন জেলে আছেন ?’’ উত্তরে সিব্বল বলেন, ‘‘17 নভেম্বর থেকে ।’’ এই শুনে বিচারপতির মন্তব্য, ‘‘তাহলে একমাসও হয়নি ।’’