কলকাতা, 16 ডিসেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিন সংক্রান্ত মামলায় (Anubrata Bail Case) ফের দুই পক্ষের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ । আগামী 23 ডিসেম্বরের মধ্যে দুপক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে । ওই দিন ফের শুনানি হবে এই মামলার ।
শুক্রবার অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী কপিল সিবাল বলেন, "সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে । কিন্তু সিবিআই বলছে, তদন্ত এখনও চলছে । ইতিমধ্যে ইডি যে মামলা করেছে, তা দিল্লি এবং কলকাতা হাইকোর্টে বিচারাধীন আছে । সিবিআই বারবার বলছে অনুব্রত প্রভাবশালী ব্যক্তি । নিম্ন আদালতের বিচারক তাঁর রায়ে বলেছেন তদন্তে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই ।"
বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, "গরুপাচারে অভিযুক্ত এনামুল মামলায় আবেদনকারীর নাম আছে ।" জবাবে কপিল সিবাল বলেন, "এনামুল মূল মামলার মাস্টারমাইন্ড । অনুব্রত তা নন । তিনি পাবলিক সার্ভেন্ট নন ।"
বিচারপতি ফের জানতে চান, "আপনার কাছ থেকে কোনও তথ্য বা মেটিরিয়াল পাওয়া গিয়েছে?" উত্তরে আইনজীবী বলেন, "কিছুই পাওয়া যায়নি । আদালতের কাছে কোনও তথ্য পেশ করা হয়নি ।" নিম্ন আদালতের বিচারক হুমকি পেয়েছেন এর থেকে বড় কী তথ্য থাকতে পারে বলে উল্লেখ করেন বিচারপতি । তিনি বলেন, স্বাক্ষীরা হুমকি পেয়েছেন বলে কেস ডাইরিতে আছে । এর পালটা হিসেবে আইনজীবী ফের বলেন, "কেস ডাইরিতে আছে, কিন্তু বিচারকের রায়ে সেটা কোনও ভাবেই নেই । তাই কেস ডাইরির তথ্য কখনওই গ্রহণযোগ্য নয় । আর সিবিআই যে তথ্য দিচ্ছে তার কোনও নথি আমরা পাইনি ।"