কলকাতা, 28 এপ্রিল :সাম্প্রতিককালে যে কটি রাজনৈতিক খুনের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্যে, প্রায় সবকটিরই তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইকে ৷ রাজ্য পুলিশ বা সিআইডিতে ভরসা পাচ্ছে না উচ্চ আদালতও ৷ এবার হাওড়ার তপন দত্ত খুনের মামলার সিবিআই তদন্তের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী প্রতিমা দত্ত ৷ 2011 সালের এই খুনের ঘটনার কিনারা আজও হয়নি ৷ দোষীরা কেউ শাস্তি পায়নি ৷ হাওড়া জলাভূমি বাঁচাও কমিটির নেতা খুনের মামলাও সিবিআইয়ের হাতে সঁপে দেওয়ার আর্জি জানালেন তাঁর স্ত্রী ৷
গতমাসে সিঙ্গল বেঞ্চকে তপন দত্ত খুনের মামলা একমাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ সেইমতো আজ শুনানির দিন ছিল ৷ তবে দিনভর শুনানিতেও শেষ হয়নি তপন দত্ত খুনের মামলা । বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে । আজ মামলার শুনানিতে তপন দত্তের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "2011 সালে খুন হয়েছিলেন তপন দত্ত । বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা তাড়াতাড়ি শেষ করতে নির্দেশ দিয়েছিলেন । চার্জশিটে প্রথমে মন্ত্রী অরূপ রায়ের নাম থাকলেও, পরের চার্জশিট থেকে বাদ যায় তাঁর নাম । কারণ তিনি প্রভাবশালী ।"
বিচারপতি মান্থা জানতে চান, অভিযুক্তরা জামিন পেয়েছে কিনা । এবং তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না । উত্তরে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "প্রত্যেকেই শাসকদলের সদস্য । ঘটনার বহুদিন আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল তপন দত্তকে । পরে খুন করে রেললাইনের ধারে ফেলে রাখা হয় দেহ । বাড়ির লোককে না জানিয়ে দেহ পুড়িয়ে ফেলারও চেষ্টা করা হয় ।" এই বিষয়ে রাজ্যের তরফে আইনজীবী দেবাশিস রায় জানান, এই ঘটনায় দুটো চার্জশিট জমা পড়েছে নিম্ন আদালতে । দুটো চার্জশিটের বিষয়ে বিচারপতি জানতে চাইলে দেবাশিস রায় জানান, কিছু নাম নতুন করে যুক্ত হয়েছে । কিছু বাদ গিয়েছে । যেমন, সুভাষ ভৌমিক, রমেশ দাস, ষষ্ঠী গায়েন, অসিত গায়েন, সন্তোষ সিং, পি রাজুর নাম যুক্ত হয়েছে । অরূপ রায় সহ 8 জনের নাম বাদ গিয়েছে ।
যদিও নতুন করে যাদের নাম যোগ হয়েছে তাদের বিরুদ্ধে কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলেই জানান সরকার পক্ষের আইনজীবী ৷ তাঁর দাবি, ডিভিশন বেঞ্চ পরবর্তী তদন্তের মতো কিছু নিশ্চয় কিছু খুঁজে পায়নি । যা শুনে বিচারপতি বলেন, "কোর্টের হাতে ক্ষমতা আছে ৷ প্রয়োজনে কোনও এজেন্সিকে তদন্তভার দেওয়া হতে পারে ।" যদিও সারাদিন সওয়াল-জবাবের পরও এদিন মামলার শুনানি শেষ হয়নি ৷ আগামী বুধবার ফের শুনানির দিন ধার্য করা হয়েছে ৷