কলকাতা, 10 মে : 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে রাজ্যের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের (2014 Primary Teacher Recruitment Case) । মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই নির্দেশ দিয়েছেন ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি আগামী 16 মে ৷
এই মামলার শুনানিতে এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ তিনি আদালতে প্রথমে বলেন, "এই নিয়োগ প্রক্রিয়া প্রায় 6 বছর আগে শেষ হয়ে গিয়েছে, তা নিয়ে এখন কেন জনস্বার্থ মামলা করা হচ্ছে ? এই ব্যাপারে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, এই ধরনের মামলা আদালত যেন গ্রহণ না করে । 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা হয় । 2016 সালের 14 সেপ্টেম্বর ফল প্রকাশ হয় । 2017 সালের নভেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়া শেষ হয় । এতদিন পরে এই নিয়ে মামলা ! 6 বছর পরে মামলা । এই ধরনের মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে জনস্বার্থ মামলা বাতিল করার । মামলাকারী একজন পরীক্ষার্থীও নয় । শিক্ষকও নয় ।" এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের কয়েকটি নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি ৷ পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্তা বলেন, "এই বিষয়ে পর্ষদকেই মামলার পক্ষভুক্ত করা হয়নি ৷"