পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Primary TET Recruitment : প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের - রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

এই মামলার পরবর্তী শুনানি আগামী 16 মে ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি (HC on Primary TET Recruitment) ৷

Primary TET Recruitment Case Update
প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

By

Published : May 10, 2022, 9:01 PM IST

কলকাতা, 10 মে : 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে রাজ্যের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের (2014 Primary Teacher Recruitment Case) । মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই নির্দেশ দিয়েছেন ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি আগামী 16 মে ৷

এই মামলার শুনানিতে এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ তিনি আদালতে প্রথমে বলেন, "এই নিয়োগ প্রক্রিয়া প্রায় 6 বছর আগে শেষ হয়ে গিয়েছে, তা নিয়ে এখন কেন জনস্বার্থ মামলা করা হচ্ছে ? এই ব্যাপারে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, এই ধরনের মামলা আদালত যেন গ্রহণ না করে । 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা হয় । 2016 সালের 14 সেপ্টেম্বর ফল প্রকাশ হয় । 2017 সালের নভেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়া শেষ হয় । এতদিন পরে এই নিয়ে মামলা ! 6 বছর পরে মামলা । এই ধরনের মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে জনস্বার্থ মামলা বাতিল করার । মামলাকারী একজন পরীক্ষার্থীও নয় । শিক্ষকও নয় ।" এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের কয়েকটি নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি ৷ পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্তা বলেন, "এই বিষয়ে পর্ষদকেই মামলার পক্ষভুক্ত করা হয়নি ৷"

আরও পড়ুন : বগটুই-কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

এর পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, "ঠিক আছে রাজ্য আগে নিজের বক্তব্য হলফনামা দিয়ে জানাক । তারপর আদালত যদি মনে করে তাহলে মামলা খারিজ করা হবে ৷" উল্লেখ্য, 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের সময় বিপুল দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন তাপস ঘোষ নামে এক ব্যাক্তি । সম্প্রতি বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো আপলোড করেছেন, যেখানে দমদম এলাকার এক তৃণমূল নেতা দাবি করেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাই প্রায় 300 জনকে প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ করেছেন । অন্যান্য নেতাদের সুপারিশ ক্রমেও বিপুল অর্থের বিনিময়ে বহু জনকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে । সেই ভিত্তিতেই এই মামলা দায়ের হয় ।

ABOUT THE AUTHOR

...view details