কলকাতা, 11 এপ্রিল:মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলা (Mukul Roy PAC chairman case) বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Assembly speaker) কাছে ফেরত পাঠাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)। ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে । প্রধান বিচারপতি নির্দেশে বলেছেন, এই মামলায় যে নথিপত্র দেওয়া হয়েছে, মামলা বিচার করার পক্ষে তা যথেষ্ট নয় । সেই কারণে স্পিকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ।
নির্দেশের ব্যাপারে মামলাকারী অম্বিকা রায় ও শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যে যোগদান সংক্রান্ত সাংবাদিক বৈঠক হয়েছিল, তার ফুটেজের প্রেক্ষিতেই স্পিকার যেন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, আদালত নির্দেশে তা জানিয়েছে । আদালতের মনে হয়েছে এই মামলায় বিচারপর্ব সারার জন্য যে নথিপত্র প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি ৷ সেই কারণে হাইকোর্টের পক্ষে এই মামলার বিচার করা সম্ভব নয় ।"
আরও পড়ুন:PAC Chairman Case : বিজেপি সদস্য হিসেবেই পিএসি-র চেয়ারম্যান মুকুল, হাইকোর্টে সওয়াল রাজ্যের