কলকাতা, 5 জুলাই: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনকে পর্যবেক্ষক নিয়োগ করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট ৷ বুধবার প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়েছে ৷ এর আগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চও জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এই ভোটে পর্যবেক্ষক নিয়োগ করার আবেদন খারিজ করেছিল। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল জাতীয় মানবাধিকার কমিশন ।
মঙ্গলবার এই মামলার দীর্ঘ শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ তবে মামলার রায়দান স্থগিত ছিল । এর আগে সিঙ্গল বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছিল, জাতীয় মানবাধিকার কমিশনের মতো সংস্থাকে রাজনৈতিক কাজে লাগানো যায় না । এদিন প্রধান বিচারপতির ডিভিশনও বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই বক্তব্যকেই সমর্থন করে ৷
এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, জাতীয় মানবাধিকার কমিশন যে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল তার স্বপক্ষে কোথাও কোনও মানবাধিকার লঙ্ঘনের নমুনা তুলে ধরতে পারেনি । এদিন হাইকোর্ট রায়ে আরও জানায়, রাজ্য নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যারা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করতে সচেষ্ট । কমিশন রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করেছে যা আইন-শৃঙ্খলা রক্ষা করতে তারা যে উৎসাহী তার প্রমাণ ।