কলকাতা, 1 ফেব্রুয়ারি: "কয়লা ভাইপো কে ?" এবার এই প্রশ্ন করলেন খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ৷ শুভেন্দু অধিকারীকে শিশু সুরক্ষা কমিশনের পাঠানো নোটিশ খারিজ সংক্রান্ত মামলার শুনানিতে এই প্রশ্ন করেন বিচারপতি (Suvendu Adhikaris Koyla Bhaipo Tweet) ৷ উল্লেখ্য, গত 13 নভেম্বর আলিপুরের তাজ বেঙ্গল হোটেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন করা হয় ৷ সেখানে কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বহর নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা ৷ যদিও, ওই টুইটে তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কোনও তৃণমূল নেতার নাম উল্লেখ করেননি ৷ টুইটে 'কয়লা ভাইপো শব্দটির ব্যবহার করেছিলেন ৷
কিন্তু, এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষ কমিশন শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিশ পাঠায় ৷ কারণ, হিসেবে বলা হয় একটি শিশুকে উল্লেখ করে ওই টুইটগুলি করা হয়েছিল ৷ তাতে শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে ৷ এনিয়ে শুভেন্দুকে 3বার নোটিশ পাঠায় কমিশন ৷ সেই নোটিশ খারিজের মামলার এদিন শুনানি ছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে ৷ সেখানেই শুভেন্দুর টুইটের প্রসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ , " যে টুইটের কথা বলা হচ্ছে, সেখানে কয়লা ভাইপোর কথা বলা হয়েছে ৷ ইনি কে ?মামলকারী টুইটে তো কারও নাম ব্যবহার করেননি ৷’’
বুধবার এই মামলার শুনানিতে শুভেন্দুর আইনজীবী জানান, শিল্পা দাস নামে এক মহিলা শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ করেছিলেন ৷ তার ভিত্তিতে বিধানসভার বিরোধী দলনেতাকে নোটিশ পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন ৷ যা শুনে বিচারপতি কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘যিনি অভিযোগ করেছেন তাঁর সঙ্গে এই টুইটের কী সম্পর্ক রয়েছে ? তাঁর কী কোনও ক্ষতি বা স্বার্থ ক্ষুন্ন হয়েছে ?’’