কলকাতা, 14 ফেব্রুয়ারি:স্কুলে যোগব্যায়াম, শরীরচর্চা এবং এনসিসির মতন গুরুত্বপূর্ণ ট্রেনিং অবিলম্বে চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । স্কুল পরিদর্শকের নির্দেশ সত্ত্বেও এনসিসির মত ট্রেনিং চালু না করায় ক্ষুব্ধ হাইকোর্ট । রাজ্যে বাম আমলেও এনসিসি করতে কোন বাধা ছিল না ৷ কিন্তু রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর বিদ্যালয়ে এনসিসি করা যাবে না বলে স্কুল পরিচালন কমিটি ফরমান জারি করে । কারণ কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত রাজ্য সরকারগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিল, প্রতিটি স্কুলে এনসিসি এবং ছাত্র-ছাত্রীদের শরীরচর্চার উপর জোর দিতে হবে ।
প্রসঙ্গত, হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়া হাইস্কুলে 2008 সাল থেকে এনসিসির ট্রেনিং ভালোভাবেই চলছিল । বাদ সাধে 2011 সালের সরকার পরিবর্তন হওয়ার পর থেকে । কেন্দ্রের সরকার পরিবর্তন হয় । এরপর মোদি সরকার ক্ষমতায় আসে ৷ কেন্দ্র সরকার যোগব্যায়াম, শারীরশিক্ষা, স্বাস্থ্য সচেতনতার উপরও জোর দেওয়া বাধ্যতামূলক করেছিল । এই মর্মে সমস্ত রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার । পশ্চিমবঙ্গেও সেই নির্দেশিকা কেন্দ্রের তরফে পাঠানো হয়েছিল । কিন্তু কেন্দ্রের ওই নির্দেশিকা রাজ্যের বেশ কিছু স্কুল বিরোধিতা করে এনসিসির ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে । যার মধ্যে অন্যতম তেলনিপাড়া ভদ্রেশ্বর হাইস্কুল রয়েছে ।
স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন কমিটি সিদ্ধান্ত নেয় এনসিসি কার্যক্রম 2016 সালে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার । স্কুলের এনসিসির শিক্ষক দিব্যেন্দু বিশ্বাস আবেদন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ডিআইকে । তাতেও টনক নড়েনি স্কুল কর্তৃপক্ষের । পরে সমস্ত অভিভাবকরা এবং এনসিসির শিক্ষক স্কুল কর্তৃপক্ষ এবং হুগলির বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেন । পরে সেই অভিযোগ পেয়ে ডিআইকে নির্দেশ দিলেও স্কুল কর্তৃপক্ষ এনসিসির প্রোগ্রাম চালু করতে দেয়নি বলে অভিযোগ । বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্যের কথা ভেবে এনসিসির শিক্ষক দিব্যেন্দু বিশ্বাস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।