পশ্চিমবঙ্গ

west bengal

HC on Fund Embezzlement: 2.29 লক্ষ কোটি টাকার গরমিল মামলায় ক্যাগ ও অর্থ সচিবকে পার্টি করার নির্দেশ আদালতের

By

Published : Jan 24, 2023, 2:29 PM IST

2.29 লক্ষ কোটি টাকার গরমিলের জনস্বার্থ মামলায় এবার রাজ্যের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং অর্থ সচিবকে পার্টি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC on Fund Embezzlement) ৷

HC on Fund Embezzlement ETV BHARAT
HC on Fund Embezzlement

কলকাতা, 24 জানুয়ারি: রাজ্যের 2.29 লক্ষ কোটি টাকার হিসেবের গরমিলের মামলায় (2.29 Lakh Crore Fund Embezzlement Case) কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং অর্থ সচিবকে পার্টি করতে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (HC Orders to Make CAG and Finance Secretary As Parties) ৷ আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে ৷ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দায়ের করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

পৌর ও নগরোন্নয়ন, শিক্ষা এবং পঞ্চায়েত দফতরের খরচে 2.29 লক্ষ কোটি টাকার গরমিল রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ৷ এনিয়ে তিনি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন ৷ মামলার আবেদন উল্লেখ করা হয়েছে, 2021 সালে ক্যাগ (CAG)-এর রিপোর্টে এই বিপুল পরিমাণ খরচের কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট বা শংসাপত্র নেই ৷ অর্থাৎ, কোন খাতে কত খরচ হয়েছে, তার কোনও তথ্য নেই ৷ সেই রিপোর্টকে হাতিয়ার করেই মামলা দায়ের হয়েছে ৷

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ৷ সেখানে মামলাকারীর আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়, এই মামলায় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং অর্থ সচিবকে পার্টি করা হয়েছে কিনা ?আইনজীবী জবাবে বলেন, ‘‘আদালত নির্দেশ দিলেই তাঁদের এই মামলায় পার্টি করা হবে ৷’’ এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং অর্থ সচিবকে পার্টি করতে ৷

আরও পড়ুন:রাজ্যে 2.29 লক্ষ কোটি টাকার খরচের হিসাবে গরমিল, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

পাশাপাশি, রাজ্যের হয়ে সওয়ালকারী গভর্নমেন্ট প্লিডারকেও এই মামলার নথি পাঠাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ 30 জানুয়ারি সোমবার মামলার পরবর্তী শুনানি হবে ৷ উল্লেখ্য, গত কয়েকমাসে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা ৷ এনিয়ে একাধিক জনস্বার্থ মামলা আদালতে বিচারাধীন রয়েছে ৷ সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে আদালত ৷ এবার সেই তালিকায় 2.29 লক্ষ কোটি টাকার গরমিলের অভিযোগ উঠল পঞ্চায়েত, নগরোন্নয়ন এবং শিক্ষা দফতরের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details